১ ডিসেম্বর ২০২৫

আনোয়ারা-কর্ণফুলীতে এনসিপি মনোনয়ন প্রত্যাশীর মতবিনিময়, কৃষি ও শিল্পবান্ধব আনোয়ারা গড়ার প্রতিশ্রুতি 

চট্টগ্রাম-১৩ আসন থেকে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)র মনোনয়ন প্রত্যাশী মোহাম্মদ রিদুয়ান হৃদয় আনোয়ারা ও কর্ণফুলীতে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন।

মঙ্গলবার (১৮ নভেম্বর) সন্ধ্যা ৭টায় কালাবিবির দিঘিস্থ একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত সভায় রিদুয়ান হৃদয় বলেন, “আমরা ৭১কেও ধারণ করি, ২৪কেও ধারণ করি, তবে যারা এসব বিক্রি করে নিজের পকেট ভারি করেছে তাদের প্রতি আমরা ঘৃণা করি। আগামীর বাংলাদেশ তরুণ-যুবক ও নতুন প্রজন্মের হাতে। তরুণ প্রজন্মের নেতৃত্বে দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব।”

তিনি আরও জানান, দলীয় মনোনয়ন পেয়ে চট্টগ্রাম-১৩ আসন থেকে নির্বাচিত হলে আনোয়ারা ও কর্ণফুলীকে শিল্পবান্ধব ও কৃষিবান্ধব উপজেলায় রূপান্তর করার চেষ্টা করবেন।

সভায় উপস্থিত ছিলেন এনসিপি চট্টগ্রাম দক্ষিণ জেলা যুগ্ম সমন্বয়কারী মোহাম্মদ সাজ্জাদ হোসেন, কর্ণফুলী সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়কারী ইমরান হোসেন, জাতীয় যুব শক্তি আনোয়ারা উপজেলা সংগঠক সৈয়দ মামুনুর রশিদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

আরও পড়ুন