২৭ ডিসেম্বর ২০২৫

আনোয়ারা জোনে আল্লামা নূরী মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

উন্নত ও সমৃদ্ধ জাতি গঠনে দক্ষ জনশক্তি গড়ার লক্ষ্যে আনোয়ারায় আন্জুমানে রজভীয়া নূরীয়া ট্রাস্ট কর্তৃক পরিচালিত ‘আল্লামা নূরী মেধা বৃত্তি পরীক্ষা’ ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৭ ডিসেম্বর) সকাল দশটা থেকে উপজেলার আনোয়ারা সরকারি মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন স্কুল ও মাদ্রাসার তৃতীয় শ্রেণি থেকে দশম শ্রেণির ৫৭২ জন শিক্ষার্থী অংশ নেয়।

এছাড়া একই দিনে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলার বায়েজিদ, রাঙ্গুনিয়া, ফটিকছড়ি, পটিয়া, চন্দনাইশ ও আনোয়ারা উপজেলার প্রায় ২০টি কেন্দ্রে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এ সময় আনোয়ারা জোনের কেন্দ্র পরিদর্শন করেন আল্লামা নূরী মেধা বৃত্তি পরীক্ষা পরিচালনা বোর্ডের ভাইস চেয়ারম্যান মুহাম্মদ মাছুমুর রশিদ কাদেরী ও মুহাম্মদ জাকারিয়া, আনোয়ারা উপজেলা জোনের উপদেষ্টা সালেহ আকরাম, চট্টগ্রাম বেসরকারি কারা পরিদর্শক মুহাম্মদ জোবাইরুল আলম মানিক, আনোয়ারা উপজেলা জোনের পরিচালক মাওলানা মুহাম্মদ ওসমান গণি, উপ-পরিচালক মাওলানা মুফতি মনিরুজ্জামান রেজভী, পরীক্ষা নিয়ন্ত্রক মুহাম্মদ আরিফ মঈন উদ্দীন (মনির), আহ্বায়ক মুহাম্মদ আবু হানিফ, যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ কায়সার ও মুহাম্মদ আলী আকবর, সদস্য সচিব মুহাম্মদ আরিফুল ইসলাম রিদয়, অর্থ সচিব মুহাম্মদ আব্দুর রহিম, সদস্য মুহাম্মদ জামাল উদ্দীন ও মুহাম্মদ করিম হিরোসহ প্রমুখ। এ সময় বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আল্লামা নূরী মেধা বৃত্তি পরীক্ষা পরিচালনা বোর্ডের ভাইস চেয়ারম্যান মুহাম্মদ মাছুমুর রশিদ কাদেরী বলেন, “আল্লামা আবুল কাশেম নূরী একজন ব্যক্তি নন, তিনি তাঁর কাজের মাধ্যমে একটি প্রতিষ্ঠানে রূপ নিয়েছেন। তিনি শিক্ষা বিস্তারের জন্য চট্টগ্রামসহ সারা বাংলাদেশে ৩০টি প্রতিষ্ঠান স্থাপন করেছেন।

এছাড়া প্রায় ১৭ বছর ধরে তিনি যৌতুক ও মাদকবিরোধী আন্দোলন করে আসছেন। তাঁর আদর্শ শিক্ষার্থীদের কাছে পৌঁছে দিতে গত বছর থেকে ‘আল্লামা নূরী মেধা বৃত্তি’ চালু করা হয়েছে। এটি যুগ যুগ ধরে অব্যাহত রাখার চেষ্টা থাকবে।”

ভাইস চেয়ারম্যান মুহাম্মদ জাকারিয়া বলেন, “আলোকিত ও মূল্যবোধ সম্পন্ন সুনাগরিক তৈরি করতে মেধা চর্চার গুরুত্ব অপরিসীম।”

চট্টগ্রাম বেসরকারি কারা পরিদর্শক মুহাম্মদ জোবাইরুল আলম মানিক বলেন, “শিক্ষার্থীদের মাঝে নৈতিকতা ও মূল্যবোধের বিকাশ ঘটাতে হবে। অর্জিত শিক্ষাকে মানুষের কল্যাণে কাজে লাগাতে হবে।”

আরও পড়ুন