৭ ডিসেম্বর ২০২৫

আনোয়ারা প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক আহসানুল হুদার ১৭তম স্মরণসভা অনুষ্ঠিত

প্রয়াত সাংবাদিক, আনোয়ারা প্রেসক্লাবের সাবেক সভাপতি আহসানুল হুদার ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আনোয়ারা পেশাজীবী পরিষদের উদ্যোগে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকালে উপজেলার কালাবিবির দীঘির মমতাজ কনভেনশন হলে এ স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে মাওলানা আল্লামা আবদুল খালেক শওকীর সভাপতিত্বে এবং সাংবাদিক এম নুরুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন বরুমচড়া শহীদ বশরুজ্জামান উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোহাম্মদ আমিরুজ্জামান, বখতিয়ার পাড়া চারপীর আউলিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওসমান গনি, গুয়াপঞ্চক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহাসান উদ্দিন, আনোয়ারা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এরফান চৌধুরী, এস জে নিজাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুর রউফ, প্রবীণ সাংবাদিক এম আনোয়ারুল হক, উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা মোহাম্মদ শহীদুল ইসলাম শহীদ, এনসিসি ব্যাংকের ব্যবস্থাপক আজাদ মঈনুদ্দীন, আনোয়ারা সাহিত্য পরিষদের সভাপতি এইচ এম ফজল আহমদ, সাংবাদিক মোহাম্মদ মোরশেদ হোসেন, হুমায়ুন কবির শাহ সুমন শাহ, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, রূপন দত্ত, জাহিদ হৃদয় প্রমুখ।

স্মরণসভায় বক্তারা বলেন, সাংবাদিকতা নিছক চাকরি নয় এটি এক ধরনের ব্রত। আর সেই ব্রতের পথপ্রদর্শক ছিলেন আহসানুল হুদা। তিনি মানুষের সঙ্গে মিশে মানবতার জন্য কাজ করেছেন। মফস্বল সাংবাদিকতাকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন এবং পরিচিতি পেয়েছেন মফস্বল সাংবাদিকতার বাতিঘর হিসেবে।

অনুষ্ঠানে প্রয়াত সাংবাদিকের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনার মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করা হয়।

আরও পড়ুন