২৪ অক্টোবর ২০২৫

আনোয়ারা রাবারড্যামে অবৈধভাবে বালু উত্তোলনে এক লাখ টাকা জরিমানা

আনোয়ারা উপজেলার বরুমচড়ায় ইউনিয়নের রাবারড্যাম এলাকায় মোবাইল কোর্টের অভিযান করা হয়।

মঙ্গলবার (০৪) ফেব্রুয়ারি বিকেলে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে বরুমচড়া রাবারড্যাম এলাকায় অভিযান চালিয়ে মোহাম্মদ আবছার নামের এক ব্যাক্তিকে বালু সংরক্ষন ও বিক্রয়ের অভিযোগে এক লাখ জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ হোছাইন।পাশাপাশি ভবিষ্যতে রাবারড্যাম সংলগ্ন এলাকায় বালু সংরক্ষন ও বিক্রয় করবে না মর্মে মুচলেকা নেওয়া হয়।

অভিযানের বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) হুছাইন মুহাম্মদ জানান,হাইড্রোলিক এলিভেটর ড্যামে অবৈধভাবে বালু উত্তোলন ও মহাল গড়ে তুলে বিক্রির অপরাধে মোহাম্মদ আবছারকে এক লক্ষ টাকা জরিমানা করার পাশাপাশি ভবিষ্যতে রাবার ড্যাম সংলগ্ন এলাকায় বালু সংরক্ষন ও বিক্রয় করবে না মর্মে মুচলেকা নেওয়া হয়। যদি আবারো কার্যক্রম পরিচালনা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

জানা যায়, ২০২০ সালে বরুমচড়া ইউনিয়নের ভরাশঙ্খ খালের উপর হাইড্রোলিক এলিভেটর ড্যাম নির্মাণের পরে স্থানীয় আওয়ামী লীগ নেতা মোঃ আবছার সহ কয়েকজন ব্যক্তি মিলে ওইখানে গড়ে তুলে অবৈধ বালু মহাল। এতে প্রতিদিন শঙ্খ নদী থেকে বালু উত্তোলন করে বালু মহালে এনে শতাধিক ট্রাক দিয়ে বিভিন্ন জায়গায় বিক্রি করে। এতে কোটি টাকার নির্মিত হাইড্রোলিক এলিভেটর ড্যাম, নদীর বেড়িবাঁধ ঝুকিপূর্ণ হয়ে উঠে। অন্যদিকে ভেঙে গেছে রাবার ড্যামে যাওয়ার প্রধান রাস্তা। ফলে হাইড্রোলিক এলিভেটর ড্যাম এলাকার সুন্দর পরিবেশ নষ্ট হচ্ছে।

এসময় আনোয়ারা থানার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বরুমচড়া ভূমি অফিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন