চট্টগ্রামের আনোয়ারা উপজেলার সাংবাদিকদের পেশাগত সুরক্ষা, উন্নয়ন ও ঐক্যবদ্ধ কর্মকাণ্ড গতিশীল রাখার লক্ষ্যে ‘আনোয়ারা রিপোর্টার্স ইউনিটি’র ভারপ্রাপ্ত সভাপতি হলেন দৈনিক সকালের সময় পত্রিকা ও বাংলাধারা আনোয়ারা প্রতিনিধি এইচ. এম. মহিউদ্দীন মনজুর।
বুধবার (১৩) আগস্ট সাংগঠনিক সম্পাদক হিজবুল্লাহ সোহেলের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব নিশ্চিত করা হয়।
এর আগে উপজেলার কালাবিবির দীঘির ইউনিটির কার্যালয়ে এক সাধারণ সভার মাধ্যমে এ সিদ্ধান্ত নেওয়া হয়। সংগঠনটির বর্তমান সাধারণ সম্পাদক পদে দায়িত্বে রয়েছেন সিপ্লাসটিভির আনোয়ারা প্রতিনিধি রেজাউল করিম সাজ্জাদ।
ভারপ্রাপ্ত সভাপতি এইচ. এম. মহিউদ্দীন মনজুর বলেন, তরুণ সাংবাদিকদের প্ল্যাটফর্ম আনোয়ারা রিপোর্টার্স ইউনিটিকে গতিশীল করতে এবং আনোয়ারার সাংবাদিকদের ঐক্য নিশ্চিত করাসহ সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে আমি অঙ্গীকারবদ্ধ। সবার সহযোগিতা কামনা করছি।