২৪ অক্টোবর ২০২৫

আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ

চট্টগ্রামের আনোয়ারায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শ্বাসকষ্ট রোগীকে ভুল ইনজেকশন পুশ করায় ইফতেখার (১৩) নামের এক ছেলে মৃত্যু হয়েছে বলে অভিযোগ রোগীর স্বজনদের। বুধবার (০৯) এপ্রিল দুপুরে শ্বাসকষ্ট নিয়ে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয় তাকে। ইনজেকশন পুশ করার পর তার মৃত্যু হয় বলে জানান তার স্বজনরা।

নিহত ইফতেখার হাইলধর ইউনিয়নের মাইজপাড়া এলাকার নাজিম চেয়ারম্যান বাড়ির ইসহাক মিয়ার পুত্র।

রোগীর পিতা মোহাম্মদ ইসহাক মিয়া জানান, দুপুর ১২টার দিকে আমার সন্তানকে নিয়ে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরী বিভাগে ভর্তি করায। এরপর কর্তব্যরত ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী বাহির থেকে ইনজেকশন নিয়ে আসি। ১টার দিকে সেখানে থাকা একজন নার্স আমার ছেলেকে একটি ইনজেকশন পুশ করার সাথে সাথে আমার ছেলের মৃত্যু হয়।আমি আমার ছেলের এই ভুল চিকিৎসার সুষ্ঠু তদন্তের মাধ্যমে সুষ্ঠু বিচার চাই।

এ বিষয়ে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর কর্মকর্তা ডাক্তার মাহাতাব উদ্দিন চৌধুরী জানান,আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এই বিষয়ে অবগত করেছি। শিশুটি এজমা ও শ্বাসকষ্টে আক্রান্ত ছিল।একটি তদন্ত টিম গঠন করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনার ব্যাপারে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনির হোসেন বলেন,,আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভুল চিকিৎসার মৃত্যুর ব্যাপারে আমাদের কাছে এখনো কোনো অভিযোগ আসেনি। এ ব্যাপের আমরা অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এআরই/এমএম/বাংলাধারা

আরও পড়ুন