আনোয়ারা প্রতিনিধি »
আনোয়ারা উপজেলার প্রথম করোনা রোগী সনাক্ত হয়েছে। উপজেলা স্বস্থ্য কমপ্লেক্সের মাধ্যমে সাতজনে নমুনা পরীক্ষার জন্য পাঠালে একজনের পজেটিভ আসে। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও শেখ জুবায়ের আহমদ।
আক্রান্ত ওই ব্যক্তি আনোয়ারা উপজেলার পড়ৈকোড়া ইউনিয়নের ঔষখাইন গ্রামের বাসিন্দা বলে তিনি জানান।
এলাকা সূত্রে জানা যায়, লোকটির কয়েকদিন যাবত করোনার বিভিন্ন উপসর্গ দেখা দিলে তখন থেকে ঘরে থাকার অনুরোধ জানিয়ে আসছিল স্থানীয় লোকেরা।
কিন্তু তিনি নমুনা সংগ্রহের জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে লোক আসবে জেনে বাড়ি থেকে পালাতে চেয়েছিলেন।
আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জোবায়ের আহমেদ বলেন, আক্রান্ত ব্যক্তি চট্টগ্রাম বন্দরে চাকরি করেন তার বয়স ৪৮ বছর। আনোয়ারা উপজেলায় তিনি প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত হওয়া ব্যক্তি। তিনি আরো বলেন, আমরা আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসা ব্যক্তিদের চিহ্নিত করে তাদের ৯নং পরৈকোড়া ইউনিয়নের ওষখাইন পুরা গ্রাম এলাকা লক ডাউনের আওতায় থাকবে এবং পুলিশ মোতায়েন করা হয়েছে।
বাংলাধারা/এফএস/টিএম/এএ
				












