২৪ অক্টোবর ২০২৫

আনোয়ারার বারশতে বিনা ফিতে জন্ম নিবন্ধন উদ্বোধন

আনোয়ারা প্রতিনিধি »

আনোয়ারায় বারশত ইউনিয়নে জন্মের ৪৫ দিনের মধ্যে ফ্রিতে সন্তানের জন্ম নিবন্ধনের উদ্বোধন করা হয়েছে। ৮নং ওর্য়াডের দুলহা বাপের বাড়ির মো. সাইফুল ইসলাম ও মোছাম্মৎ ইসমী আক্তার দম্পত্তির ২য় সন্তানের জন্ম নিবন্ধন হস্তান্তরের মধ্য দিয়ে বিনামূল্যের এই সেবা শুরু করা হয়।

এসময় নুতন অতিথি ও দম্পত্তিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। সেসাথে অভিনন্দন বার্তা, জন্মনিবন্ধনের ফরম হাতে তুলে দেওয়া হয়।

এতে উপস্হিত ছিলেন বারশত ইউনিয়নের চেয়ারম্যান এম এ কাইয়ুম শাহ্, ইউ পি সদস্য মো. ইসমাঈল, মো. কামাল, মো. মহিউদ্দিন, মো. আবসার প্রমুখ।

এসময় বারশত ইউপি চেয়ারম্যান এম এ কাইয়ুম শাহ বলেন, ইউনিয়ন বাসীর কাছে আমার অনুরোধ- জন্মের ৪৫ দিনের মধ্যে বিনা ফিতে রেজিস্ট্রেশন করুন। বিনামূল্যে ইউনিয়ন পরিষদের সেবা গ্রহণ করুন।

আরও পড়ুন