৩১ অক্টোবর ২০২৫

আনোয়ারায় অটোরিক্সা চোর চক্রের সদস্য আটক

আনোয়ারা প্রতিনিধি  »

আনোয়ারায় অটোরিক্সা চোর চক্রের এক সদস্যকে আটক করে পুলিশে দিয়েছে জনতা। মঙ্গলবার (৫ জানুয়ারি) দুপুরে বৈরাগ এলাকা থেকে একটি অটোরিকশা নিয়ে পালানোর সময় জনগন ধাওয়া করে তাকে আটক করে।

আটক ব্যক্তির নাম আবদুল ছালাম (২৮)। সে খুলনার বাগেরহাটের মৃত লুৎফর রহমানের ছেলে। এসময় তার সাথে থাকা সিন্ডিকেটের অন্য সদস্যরা পালিয়ে যায়। দীর্ঘদিন আনোয়ারায় একটি চক্র ব্যাটারী চালিত অটোরিকশা চুুুরি করে আসছিল।

উপজেলার বৈরাগ এলাকার মো. জাফর বলেন, গত ৩০ ডিসেম্বর বৈরাগ এলাকা থেকে আমার অটোরিক্সা চুরি করে নিয়ে যায়। পশ্চিমচাল এলাকার মো. আয়ুব জানান, তার গাড়িটি ১১ ডিসেম্বর চুরি হয়েছে। ১ জানুয়ারি গুয়াপঞ্চক এলাকার মান্নান তার অটোরিক্সা রেখে নামাযে যায়, মসজিদ থেকে বের হয়ে দেখেন তার গাড়ি নেই। একই অভিযোগ রয়েছে উপজেলার সেন্টার এলাকার আব্দুল কাদের, মো. মানিক ও আরিফের। এদের অনেকে থানায় অভিযোগ ও জিডি করেছেন।

জানতে চাইলে আনোয়ারা থানার ডিউটি অফিসার এস আই আবু মূসা জানান, একজন অটোরিক্সা চোরকে জনতা পুলিশের হাতে তুলে দিয়েছে। তদন্ত করে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন