আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি »
আনোয়ারায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র, গুলি ও ইয়াবাসহ এক অস্ত্রধারী নাছির (৩৩) কে গ্রেফতার করেছে র্যাব-৭।
মঙ্গলবার (২ মার্চ) রাতে র্যাবের একটি বিশেষ দল উপজেলার চাতরী ইউনিয়নের উত্তর চাতরী এলাকায় অভিযান চালিয়ে তাকে প্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে একটি ওয়ানশুটার গান, এক রাউন্ড গুলি, ছয়টি চাকু এবং ৩৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত মোঃ নাছির। সে উত্তর চাতরী এলাকার মৃত জালাল সওদাগরের পুত্র।
মঙ্গলবার বিকালে পতেঙ্গা র্যাব-৭ দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
র্যাব-৭ সুত্রে জানা যায়, গোপন সংবাদ পেয়ে উল্লেখিত স্থানে জালাল সওদাগরের ঘরের ভেতর নাছির মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করলে র্যাব-৭ একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করেন। অভিযানকালে র্যাবের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টা করলে র্যাব সদস্যরা ধাওয়া করে তাকে আটক করে। পরে আটককৃত আসামির দেহ তল্লাশি করে কোমড়ে গোজা অবস্থায় ওয়ানশুটারগান, পরিহিত প্যান্টের পকেট হতে এক রাউন্ড গুলি এবং ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ আসামিকে গ্রেপ্তার করা হয়। এছাড়াও তার বসতঘর তল্লাশি করে ছয়টি চাকু জব্দ করা হয়।
র্যাব-৭ মিডিয়া সেলের সহকারী পরিচালক নুরুল আবছার জানান, গ্রেপ্তারকৃত আসামি ও উদ্ধারকৃত আলামত সংক্রান্তে পরবর্তী কার্যক্রমের জন্য আনোয়ারা থানায় হস্তান্তর করা হয়েছে।
বাংলাধারা/এফএস/এআই













