আনোয়ারা প্রতিনিধি »
আনোয়ারা উপজেলায় আখতারুজ্জামান চৌধুরী বাবু ফাউন্ডেশনের উদ্যোগে বিনাম্যল্যে অক্স্রিজেন সেবা চালু করা হয়েছে। হটলাইনে ফোন করলেই মিলবে বিনামূল্যে অক্সিজেন সেবা।
সোমবার (৯ আগস্ট) থেকে আওয়ামীলীগ নেতা বোরহান উদ্দিন চৌধুরী মুরাদের বাসভবনে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এ সেবা চালু করা হয়।
করোনা মহামারির এই সময়ে অনেকেই ভুগছেন অক্সিজেনের অভাবে। তাদের সেবা দিতেই হটলাইন (০১৮১৯-৭৪৯২৬৬) নাম্বার দেওয়া হয়েছে। এতে ফোন করে অক্সিজেন চাইলেই বাসায় গিয়ে বিনামূল্যে পৌঁছে দেওয়া হবে অক্সিজেন।
এসময় সিইউএফএল সিবিএর কর্মকর্তা,স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অক্সিজেন সেবার অন্যতম উদ্যোক্তো বোরহান উদ্দিন চৌধুরী মুরাদ বলেন, ক্রমাগত অক্সিজেন চাহিদা বাড়তে থাকায় এ উদ্যোগ নেওয়া হয়েছে। অক্সিজেন সরবরাহের জন্য হটলাইন নাম্বার ছড়িয়ে দেওয়া হয়েছে। সার্বক্ষণিক এই সেবা দিতে প্রয়োজনীয় স্বেচ্ছাসেবক রাখা হয়েছে। উপজেলার যে প্রান্তে হোক না কেন এই সেবা পৌঁছে দেওয়া হবে।
বাংলাধারা/এফএস/এআই













