আনোয়ারা প্রতিনিধি »
আনোয়ারায় আগুনে সাত বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। গত ১৬ মার্চ রাত ১১টায় পরৈকোড়া ইউনিয়নের মামুর খাইন গ্রামের নন্দী পাড়ায় এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্তরা জানান, রাত ১১টার দিকে রান্না ঘরের চুলা থেকে আগুন লাগার পর মুহূর্তের মধ্যে চারদিকে ছড়িয়ে পড়ে। ঘরের বাসিন্দারা তখন কেউ আধো ঘুম আধো জাগ্রত। আগুনের লেলিহান শিখা দেখে সবাই এক কাপড়ে ঘর থেকে বের হয়ে গেলেও কিছুই বের করতে পারেননি। নগদ টাকা, স্বর্ণালংকার, টিনের ড্রাম ভর্তি ধান, ক্ষেত থেকে তোলা আলু, জায়গা জমির দলীল, আইডি কার্ড ও নানা গুরুত্বপূর্ণ কাগজপত্র আগুণে ভস্মীভূত হয়ে যায়।
আগুন দেখে আশপাশের লোকজন এগিয়ে এসে আগুন নেভাতে সচেষ্ট হয়। খবর পেয়ে আনোয়ারা ফায়ার সার্ভিস স্টেশনের দমকল কর্মীরা ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে সবকিছু পুড়ে ছাই হয়ে যায়।
আগুণে প্রায় ১৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা। রান্না ঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। আগুনে ক্ষতিগ্রস্তরা হলেন— রণধীর নন্দী, বাসু নন্দী, রাখাল নন্দী, সুশীল নন্দী, সুমন নন্দী, রাজু নন্দী ও অনীল নন্দী।
খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জোবায়ের আহমদ, আনোয়ারা সার্কেল এ এস পি হুমায়ুন কবির, আনোয়ারা থানার ওসি এস এম দিদারুল ইসলাম সিকদার, আনোয়ারা সদর ইউপি চেয়ারম্যান অসীম কুমার দেব, উপজেলা পূজা পরিষদের সভাপতি সুগ্রীব মজুমদার দোলন, সাধারণ সম্পাদক নিউটন সরকার, পরৈকোড়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আব্দুল মালেক, পরৈকোড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজিজুল হক বাবুল, সাধারণ সম্পাদক সেলিম মামুন, ইউপি সদস্য ওয়ারেছ আহমদ চৌধুরী, ঘটনাস্থল পরিদর্শন করেন।
এছাড়া রজায়ী যুব ত্বরিকত কমিটির চেয়ারম্যান খোরশেদ উল্লাহ রজায়ী ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্তদের নগদ অর্থ ও কাপড় বিতরণ করেন।
উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুগ্রীব মজুমদার দোলন বলেন, খবর পেয়ে আমরা পরিদর্শন করতে এসেছি। এটা খুবই মর্মান্তিক। আমরা আপাতত ক্ষতিগ্রস্তদের জন্য কিছু খাবারের ব্যবস্থা করেছি। উপজেলা আওয়ামীলীগের সাথে পরামর্শ করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জোবায়ের আহমদ বলেন, আগুনে ক্ষতিগ্রস্তদের তালিকা করা হয়েছে। উপজেলা পরিষদ থেকে প্রাথমিকভাবে তাদেরকে খাদ্যের ব্যবস্থা করা হবে। পরবর্তীতে তাদের জন্য ঢেউটিন ও অন্যান্য সামগ্রী প্রদান করা হবে।













