৩০ অক্টোবর ২০২৫

আনোয়ারায় আল আরাফাহ ইসলামী ব্যাংকের ২৫ বছর পূর্তি উদযাপন

আনোয়ারা প্রতিনিধি »

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিঃ এর “রজত জয়ন্তী বর্ষ” ও রি-ব্রান্ডিং উদযাপন করেছে আনোয়ারা চাতরী চৌমহনী শাখা। আজ দুপুরে গ্রাহক, শুভানুধ্যায়ীদের নিয়ে কেক কেটে এ কর্মসূচি উদযাপন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন শাখা ব্যবস্থাপক মোঃ আলী নেওয়াজ,সহকারী শাখা ব্যবস্থাক মোঃ ইসমাইল খান।

জ্যৈষ্ঠ  নির্বাহী কর্মকর্তা মো. তানজিম, ওয়াকিব হক, ব্যবসায়ী নুরুল হুদা, মো. হানিফ, ব্যাংক অফিসার মিজান,সিরাজ,কামাল উদ্দিন,আলগীর,খালেদা আকতার প্রমুখ।

উল্লেখ্য, আল আরাফাহ ইসলামী ব্যাংকের ২৫ বছর পূর্তি  উপলক্ষে ব্যাংকের লোগো ও নতুন এ্যাপস উন্মোচন করা হয়। এছাড়া ব্যাংকের কার্যক্রমকে গতিশীল  করতে নেয়া  হয় নতুন নতুন উদ্যোগ।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন