২৪ অক্টোবর ২০২৫

আনোয়ারায় আশ্রয়ন প্রকল্প পরিদর্শনে সিনিয়র সচিব

আনোয়ারা প্রতিনিধি »

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব তোফাজ্জল হোসেন মিয়া বলেছেন ‌‘গৃহহীনদের ঘর প্রদানে বাংলাদেশ সফল। যা অনেক উন্নত দেশও পারেনি। এক সময় ত্রাণ বলতে কিছু চাল, ডাল— এগুলো বুঝাত। এখন দুই কাঠার একটি জমিসহ ঘর দিচ্ছে সরকার। এতে বোঝা যায় আমাদের দেশ অনেক এগিয়েছে। আমি মনে করি আমার ত্রিশ বছরের চাকরি জীবনে এটাই সবচেয়ে কাঙ্ক্ষিত এবং সফলতার কাজ। আপনাদের জন্যও তাই।’

শনিবার (১৬ এপ্রিল) দুপুরে আনোয়াারার বৈরাগ ইউনিয়নের কোরিয়ান ইপিজেড সংলগ্ন আশ্রয়ন প্রকল্প ২ পরিদর্শন ও উপকারভোগীদের সাথে মতবিনিময়ের সময় তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাধারণ গৃহহীন মানুষদের দুর্দশা লাঘবে এই প্রকল্প হাতে নিয়েছেন। সারাদেশে লাখ লাখ মানুষ আজকে নিজের জমিতে একটি পাকা ঘর পেয়ে সেখানে স্বাচ্ছন্দ্যে বসবাস করছে। সেখান থেকে বিভিন্নভাবে আর্থিকভাবে লাভবান হচ্ছে, ছেলেমেয়েরা লেখাপড়া করতে পারছে— এগুলো সবই প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশের প্রতি, দেশের মানুষের প্রতি দায়বদ্ধতা থেকেই হচ্ছে।’

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার আশরাফ উদ্দিনের সভাপতিত্বে ও আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জোবায়ের আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা প্রশাসক মমিনুর রহমান।

উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার ড. প্রকাশ কান্তি চৌধুরী, উপজেলা ভূমি সহকারি কমিশনার তানভীর হাসান চৌধুরী, আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এম এ মান্নান চৌধুরী, বৈরাগ ইউপি চেয়ারম্যান নোয়াব আলীসহ উপজেলার সকল দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা।

পরে সিনিয়র সচিব আশ্রয়ন প্রকল্প-২ এর নির্মিত ঘর পরিদর্শন করেন এবং উপকারভোগীদের সাথে মতবিনিময় করেন। এসময় একজন উপকারভোগী তার ঘরে বুনন করা একটি ঝাঁকা, দুটি হাস ও হাসের ডিম সচিবকে উপহার দেন।

উল্লেখ্য, আনোয়ারায় ১ম, ২য় ও ৩য় পর্যায়ে মোট ৪৫০টি ঘর নির্মাণ করা হবে। এর মধ্যে ১ম ও ২য় পর্যায়ের ৬৫টি ঘর উপকারভোগীদের নিকট হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন