২৮ অক্টোবর ২০২৫

আনোয়ারায় ইয়াবা গণনার ছবি ভাইরাল, ফেসবুকে সমালোচনার ঝড়

আনোয়ারা প্রতিনিধি »

বাংলাদেশসহ সারা পৃথিবী যখন করোনা মহামারি নিয়ে আতঙ্কিত, করোনায় মৃতের সংখ্যা গণনায় ব্যস্ত আর তখন তিনি ইয়াবা ট্যাবলেট গণনায় ব্যস্ত। এমন দৃশ্য দেখা গেছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। এ নিয়ে আলোচনার ঝড় উঠেছে ফেসবুকজুড়ে।

ফেসবুকে ইয়াবা গণনার এমনই ছবি ভাইরাল হয়েছে চট্টগ্রামের আনোয়ারার আওয়ামী লীগ নেতার। চাতরী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আশীষ নাথের ইয়াবা গণনার একটি ছবি ফেসবুকে ভাইরাল হলে পুরো আনোয়ারাজুড়ে সমালোচনার ঝড় উঠে।

সোমবার (১৩ এপ্রিল) রাতে জিয়াউদ্দিন বাবলু রাজীব নামের একটি আইডি থেকে প্রথমে ছবিটি শেয়ার  হওয়ার পর মুহুর্তেই  কয়েক হাজার লাইক শেয়ার হয়।

ছবিতে দেখা যায়, চাতরী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশীষ নাথ একটি খাটে বসে নীল রঙের তিনটি ইয়াবার প্যাকেট সামনে নিয়ে একটি কাগজে আর কিছু খোলা ইয়াবা গুনছে।

ছবিটি নিয়ে ফেসবুকে অনেকে নানা  কমেন্ট করেন। বেলাল হোসেন নামের একজন লিখেন, ‘আওয়ামীলীগে এমন নেতার প্রয়োজন নেই। উপজেলা আওয়ামী লীগের সভাপতি মান্নান ভাইয়ের প্রতি দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানাই।’

বিশু পাল নামের অপর একজন লিখেন, ‘দ্রুত আইনের আওতায় আনা হোক।’

এ ব্যাপারে  জানতে চাইলে আশীষ নাথ বলেন,  এগুলো আমার প্রতিপক্ষ আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। মানুষের দিনকাল সবসময় একরকম যায় না। সব ঠিক হয়ে  যাবে।

চাতরী ইউপি চেয়ারম্যান ইয়াছিন হিরু বলেন, ইয়াবা গণনার একটি ছবি ফেসবুকে দেখেছি। এ ধরনের কর্মকাণ্ড ইউনিয়ন পরিষদ ও দলের জন্য অপমানজনক।

জানতে চাইলে আনোয়ারা থানার ওসি দুলাল মাহমুদ জানান, এ ধরনের একটি ছবি আমাদের দৃষ্টিগোচর হয়েছে। বিষয়টি তদন্ত করে সত্যতা পাওয়া গেলে আশীষ নাথের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থথা নেয়া হবে।

বাংলাধারা/এফএস/টিএম/এএ

আরও পড়ুন