১৯ ডিসেম্বর ২০২৫

আনোয়ারায় ইয়াবা ব্যবসায়ীসহ গ্রেপ্তার ৬

আনোয়ারা প্রতিনিধি  »

আনোয়ারায় ইয়াবা উদ্বারসহ বিভিন্ন মামলায় একরাতে ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ। ২১ নভেম্বর রাতে এক জন ইয়াবা ব্যবসায়ী, একজন ছিনতাই, একজন ওয়ারেন্টভুক্ত ও মারধরের ঘটনায় ৩ জনসহ মোট ৬ আসামীকে গ্রেফতার হয়েছে।

রবিবার (২২নভেম্বর) দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

জানা যায়, শনিবার রাতে আনোয়ারা থানার ওসি এস এম দিদারুল ইসলাম সিকদারের নির্দেশে এসআই ইকরামুজ্জামান ও এসআই পলাশ মজুমদার সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিত্বে আনোয়ারায় বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়।

এসময় ইয়াবা পাচারকালে উপজেলার সৈয়দ কুচাইয়া গ্রামের আবুল কাশেমের ছেলে মো. মোজ্জাম্মেল (২৫) কে আটক করা হয়।

এছাড়া, মারামারির ঘটনায় উপজেলার বৈরাগ এলাকার মৃত আব্দুল হকের ছেলে মো. রশিদ (৪৮), মো. হাবিবের স্ত্রী রুমানা আক্তার(২৮), আবদুর রশিদের স্ত্রী জাহানারা বেগম(৩৮) এবং আনোয়ারা থানার ওয়ারেন্টভুক্ত আসামী উপজেলার রুদুরা গ্রামের দিদারুল ইসলামের ছেলে মো. মোস্তাকিম(২০) ও মো. জহিরকে (২৪) গ্রেফতার করেন।

জানতে চাইলে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম দিদারুল ইসলাম সিকদার বাংলাধারাকে বলেন, শনিবার রাতে থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলার ৬ আসামীকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে একজনের ককাছ থেকে পাঁচশত পিচ ইয়াবা উদ্বার করা হয়। রবিবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন