২৫ অক্টোবর ২০২৫

আনোয়ারায় ওমকার হত্যা মামলার ২ আসামি মানিকছড়িতে গ্রেফতার

আনোয়ারা প্রতিনিধি »

গত ৫ জানুয়ারি নির্বাচনী সহিংসতায় আনোয়ারা উপজেলায় প্রতিপক্ষ মেম্বার প্রার্থীর সমর্থকদের হামলায় ওমকার দত্ত (৩৬) হত্যা মামলার দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১১ জানুয়ারি) গভীর রাতে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলা থেকে পাঁচ কিলোমিটার দূরের গহীন পাহাড়ের উপর ভারত সীমান্ত এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার দুইজন হলো— রণজিৎ সরকার মনা (৪৫) ও রিটন সরকার (৪০)। তারা দুইজন ওই হত্যা মামলার ২ ও ৩ নম্বর এজাহারনামীয় আসামি।

পুলিশ জানায়, গ্রেফতার আসামিরা ভারতে পাড়ি জমানোর উদ্দেশে রাতে ওই পাহাড়ে অবস্থান নিয়েছিল। মোবাইল ট্রাকিংয়ের মাধ্যমে তাদের অবস্থান শণাক্ত করে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন মামলার তদন্ত কর্মকর্তা আনোয়ারা থানার সেকেন্ড অফিসার এসআই সাঈদ। রাতেই দুই আসামিকে আনোয়ারা থানায় নিয়ে আসা হয়। সকালে তাদের জিজ্ঞাসাবাদ করা হলে তারা এক পর্যায়ে পুলিশের কাছে ওমকার হত্যার লোমহর্ষক বর্ণনা দেন। আজকে তাদেরকে আদালতে সোপর্দ করবেন বলে জানিয়েছেন পুলিশ।

জানা যায়, গত ৫ জানুয়ারি ৫ম ধাপের নির্বাচনে আনোয়ারা উপজেলার চাতরী ইউনিয়নের সিংহরা ৭নং ওয়ার্ডের সাবেক মেম্বার রঘুনাথ সরকারের লোকজন বর্তমান মেম্বার ধণ্জয় বিশ্বাস ভোলার সমর্থক ওমকার দত্তকে পিটিয়ে হত্য করে। পরদিন রাতে ওমকারের পিতা বাদী হয়ে মেম্বার রঘুনাথ সরকারসহ চারজনকে আসামি করে মামলা দায়ের করেন। পুলিশ গতকাল দুইজনকে গ্রেফতার করতে সক্ষম হয়। বাকী দুই আসামি রঘুনাথ সরকার ও নিশান বড়ুয়া পলাতক রয়েছে। পুলিশ তাদের দুইজনকেও গ্রেফাতারে চেষ্টা চালিয়ে যাচ্ছে।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই সাঈদ বলেন, গ্রেফতার আসামিদের প্রযুক্তির মাধ্যমে আমরা নজরদারিতে রেখেছি। গতকাল (মঙ্গলবার) রাতে তাদের সর্বশেষ অবস্থান নিশ্চিত হয়ে অভিযানে নামি। একটি সফল অভিযানের মাধ্যমে আমরা তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি।

আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম দিদারুল ইসলাম সিকদার বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা হত্যার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। আজ তাদেরকে আদালতে সোপর্দ করা হবে। বাকি দুই আসামিকেও গ্রেফতারের চেষ্টা চলছে।’

আরও পড়ুন