২৪ অক্টোবর ২০২৫

আনোয়ারায় ক্ষ্যাপাটে শিয়ালের কামড়ে নারী-পুরুষসহ ৭ জন আহত

বাংলাধারা ডেস্ক »

আনোয়ারায় এক ক্ষ্যাপাটে শিয়ালের কামড়ে নারী, পুরুষ ও শিশুসহ ৭ জন আহত হয়েছে।

শনিবার (২৯ মে) উপজেলার পরৈকোড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কৈয়খাইন গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- নুর জাহান (৫০), ছেনোয়ারা বেগম (৫৫), আশরফ আলী (৩৪), মো. সেলিম (২৬), হাশেম (৫৫), নুর আকতার (৪৫), জেসমিন (৩৮)।

আহতদের আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু জাহিদ মো. সাইফুদ্দিন।

তিনি বলেন, শিয়ালের কামড়ে আহতদের হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। কুকুরে কামড়ের মতোই শিয়ালের কামড়ে আহতদেরও ভ্যাকসিন দিতে হচ্ছে।

বাংলাধারা/এআই

আরও পড়ুন