৯ নভেম্বর ২০২৫

আনোয়ারায় গণপরিবহনে অতিরিক্ত ভাড়া নেওয়ায় ৮ চালককে জরিমানা

আনোয়ারা প্রতিনিধি

আনোয়ারায় গণপরিবহনে যাত্রীদের জিম্মি করে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে ৮ সিএনজি ট্যাক্স্রি ও বাসকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

বুধবার সন্ধ্য ৭ টায় পিএবি সড়কের চাতরী চৌমুহনী বাজারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

জানা যায়, সরকারি নির্দেশনা অমান্য করে যত্রতত্র পার্কিং করা, মিটার ব্যবহার না করে অতিরিক্ত সিএনজি ভাড়া আদায়, বাসের ভাড়ার তালিকা না রেখে যাত্রীদের থেকে অতিরিক্ত বাস ভাড়া আদায় ও সড়ক পরিবহন আইনের অন্যান্য নির্দেশনা অমান্য করে যানচালনার জন্য সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৬৬ ও ৮০ ধারায় ৮টি মামলায় ৮ জন চালককে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

আনোয়ারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন জানান, সাধারণ মানুষের অভিযোগের প্রেক্ষিতে হয়রানি বন্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ