২৩ অক্টোবর ২০২৫

আনোয়ারায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, ছেলেদের দাবী হত্যা (ভিডিও)

আনোয়ারা প্রতিনিধি  »

আনোয়ারা উপজেলায় এক গৃহবধুর রহস্যজনক মৃত্যুকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহত গৃহবধুর দুই ছেলে শান্ত (২২) ও আকাশ (১৭)-এর দাবী তাদের মাকে হত্যা করা হয়েছে। তবে ঘটনা ধামাচাপা দিতে মরিয়া একটি প্রভাবশালী মহল।

বোরবার (১৬ মে) সকাল আটটায় উপজেলার সদর ইউনিয়নের বোয়ালগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূর নাম কল্পনা দে (৪৫)। সে স্থানীয় ইউপি সদস্য মিনাল দে’র স্ত্রী।

পরিবারের দাবী নিহত গৃহবধূ ডায়বেটিস রোগের যন্ত্রণা সহ্য করতে না পেরে বিষপানে আত্মহত্যা করেছেন। গতকাল আহতাবস্থায় প্রথমে তাকে আনোয়ারা হাসপাতালে নিয়ে গেলে অবস্থা গুরুতর হওয়ায় চমেক হাসপাতালে প্রেরণ করেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আজ ১৭ মে দুপুরে নিহতের লাশ নিজ গ্রামে এনে দাহ করা হয়।

স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, ইউপি সদস্য মিনাল দে একজন মাদকাসক্ত। একাধিক নারীর সাথে তার অবৈধ সম্পর্ক রয়েছে। প্রতিদিন মদ পান করে রাতে ঘরের বাহিরে থাকেন। এসব কর্মকান্ড নিয়ে স্ত্রী কল্পনা দে’র সাথে সবসময় ঝগড়া-বিবাদ লেগেই থাকে। তাছাড়া তার সাথে তার বড় ভাইয়ের বউয়ের সাথেও সম্পর্ক রয়েছে বলে প্রচার আছে এলাকায়। এসব কর্মকান্ডের প্রতিবাদ করতেন কল্পনা দে। এসব কারণে পথের কাটা সরিয়ে দিতে তার মাকে মদের সাথে বিষ দিয়ে হত্যা করেছেন বলে সাংবাদিকদের দেখে বিলাপ করছেন নিহতের দুই ছেলে।

তাঁরা ঘটনার পর থেকে তাদের বাবা মিনাল দে’কে কয়েকবার মারধর করতে উদ্যত হয়। লাশ বাড়িতে আনার পরও শান্ত তার বাবা মিনাল দে’র দিকে তেড়ে গেলে মেম্বারের পালিত লোকজন তাকে ঘিরে ধরে মারধোর করে ঘরে নিয়ে যায়। এসময় সাংবাদিকরা ভিডিও করতে গেলে ইউপি সদস্য মিনাল দে বাধা দেন এবং এক পর্যায়ে ক্যামেরা কেড়ে নিতে উদ্যত হন।

পরে এ্যাম্বুলেন্সের পাশে থাকা উপজেলা ভাইস চেয়ারম্যানের নিকট যেতে বলেন সাংবাদিকদের। উপজেলা ভাইস চেয়ারম্যান বলেন, এরা আমার আত্মীয়। এটি ম্যান্টাল সমস্যা। দীর্ঘদিন ডায়বেটিসের কারণে অসহ্য হয়ে বিষপান করেছেন। আমার দিকে চেয়ে নিউজটা করিয়েন না।

এ ব্যাপারে ইউপি সদস্য মিনাল দে বলেন, আমার বিরুদ্ধেও অনেক লোক থাকতে পারে। তারা অনেক কথা বলবে। ডায়বেটিস বেশি হওয়ায় সহ্য করতে না পেরে এই ঘটনা ঘটিয়েছে।

আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম দিদারুল ইসলাম সিকদার বলেন, বোয়ালগাঁও গ্রামে একজন গৃহবধূ বিষপানে আত্মহত্যা করেছেন বলে জানিয়েছেন তার স্বামী মিনাল দে। ময়না তদন্ত রিপোর্ট আসলে বিষয়টি পরিষ্কার হবে।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন