২৬ অক্টোবর ২০২৫

আনোয়ারায় চোলাই মদসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার, সিএনজি ট্যাক্সি জব্দ

আনোয়ারা প্রতিনিধি »

আনোয়ারা চোলাই মদসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

২৯ এপ্রিল সন্ধ্যা সাতটায় পিএবি সড়কের মাজার গেইট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- মোঃ পারভেজ (২৮), আব্দুল হাকিম (৩০), আল আমিন (২৩)। এদের সকলের বাড়ি কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যা গ্রামে।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আনোয়ারা থানার এসআই আবুল ফারেজ জুয়েল ও এএসআই মোঃ নয়ন মিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে বিশেষ চেকপোস্ট অভিযান পরিচালনা করেন। বারখাইন ইউনিয়নের জিওরী মাঝার গেইট এলাকার পিএবি সড়ক থেকে সন্দেহজনকভাবে একটি সিএনজি ট্যাক্সিকে থামিয়ে তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এসময় ট্যাক্সীতে তল্লাশি চালিয়ে ১০০ লিটার চোলাই মদ উদ্বার করা হয়।

আনোয়ারা থানার এসআই আবুল ফারেজ জুয়েল বলেন, ১০০ লিটার চোলাই মদ সহ ৩ জনকে গ্রেফতার করি। এই সংক্রান্তে আনোয়ারা থানায় ২০১৮ সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়।

বাংলাধারা/এফএস/এআই

আরও পড়ুন