আনোয়ারা প্রতিনিধি »
আনোয়ারায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে জাহেদুল ইসলাম নামে এক যুবক আহত হয়েছে।
গত রবিবার রাতে বৈরাগ ইউনিয়নের আমান উল্লা পাড়ায় এ ঘটনা ঘটে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় থানায় স্থানীয় জাগির আলমের পুত্র এরশাদ, দিদার ও জাহাঙ্গীরের পুত্র সায়েমকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে।
মামলার বিবরণে জানা যায়, গত রবিবার রাতে জাহেদ স্থানীয় তার এক বন্ধুর বাসা থেকে বাড়ি যাওয়ার পথে আগে থেকে ওঁৎপেতে থাকা ছিনতাইকারীরা তার উপর ঝাপিয়ে পড়ে পেট ও বুকে ছুরিকাঘাত করে । এসময় সে হাত দিয়ে প্রতিহত করে কোনোরকম প্রাণে রক্ষা পায়। তার চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলে ছিনতাইকারীরা পালিয়ে যায়। যাওয়ার সময় ছিনতাইকারীরা জাহেদের হাতে থাকা দামী একটি স্মার্ট ফোন নিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্বার করে হাসপাতালে নিয়ে যায়।
এ ঘটনায় আনোয়ারা থানার অফিসার ইনচার্জ(ওসি) দুলাল মাহমুদ মামলার কথা স্বীকার করে বলেন, এরশাদ একজন দাগী অপরাধী। সে এর আগেও বেশ কয়েকটি ঘটনা ঘটিয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জড়িতদের গ্রেফতারে বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছে। তাদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।
বাংলাধারা/এফএস/টিএম













