আনোয়ারা প্রতিনিধি »
আনোয়ারা উপজেলায় ট্রলি গাড়ির ধাক্কায় মোহাম্মদ কাইয়ুম নামে ৮ বছরের এক শিশু নিহত হয়েছে। মঙ্গলবার (১৫ মার্চ) বেলা ১২টার দিকে আনোয়ারা হাসপাতাল মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু কাইয়ুম শিলাইগড়া গ্রামের মোহাম্মদ কাইছারের পুত্র। সে উপজেলা হাসপাতালের পূর্বপাশের দারুল আমান মাদ্রাসার নূরানী বিভাগের ছাত্র ছিল।
জানা যায়, ঘটনার সময় কাইয়ুম ও তার ছোট ভাই তার বাবার সাথে শোলকাটা গ্রামে নানার বাড়িতে যাচ্ছিলেন। রাস্তা পার হওয়ার সময় দ্রুত গতির লোহা ও সিমেন্ট বোঝাই একটি ট্রলি গাড়ি তাকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। পরে বাবা কাইছারসহ স্থানীয়রা তাকে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে চমেক হাসপাতালে প্রেরণ করেন। হাসপাতাল থেকে বের হয়ে কিছুদূর গেলে কাইয়ুম মৃত্যুর কোলে ঢলে পড়ে।
নিহত কাইয়ুমের পরিবার দারুল আমান মাদ্রাসার ভাড়া বাসায় বসবাস করন। বাবা রাজ মিস্ত্রির কাজ করেন এবং মা ফ্যাক্টরিতে কাজ করেন।
আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বরত চিকিৎসক সুদীক্ষা চৌধুরী বলেন, ‘দুপুর বারটার দিকে একটা আট বছরের শিশুকে গুরুতর আহতাবস্থায় আনা হয়। তাকে আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে চমেকে পাঠিয়ে দিই। যাওয়ার পথে কিছুদূর গেলেই তার মৃত্যু হয়।’













