২৮ অক্টোবর ২০২৫

আনোয়ারায় ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৩

খালেদ মনছুর  »

চট্টগ্রাম আনোয়ারা উপজেলার পটিয়া-আনোয়ারা-বাঁশখালী (পিএবি) সড়কের কালাবিবির মোড়ে ট্রাক-সিএনজি সংঘর্ষে ১ জন নিহত ও শিশুসহ ৩ জন আহত হয়েছে। নিহত ব্যক্তির নাম মো : হানিফ (৬৬)। তিনি বাঁশখালী উপজেলার পুকুরিয়া এলাকার মৃত আব্দুল হাকিমের ছেলে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ভোর সাড়ে ৫টায় উপজেলার কালাবিবির মোড়ে এই দূঘটনা ঘটে। আহতদের চট্টগ্রাম মেডিকেল পাঠানো হয়েছে। আহতরা হলেন, উপজেলার তৈলারদ্বীপ গ্রামের  ফজুলুল রহমানের মেয়ে ছানোয়ারা (৩২), উপজেলার চুন্নাপাড়া এলাকার  ছৈয়দ আহমদের ছেলে মো. শফি (৪৮) এবং উপজেলার কেঁয়াগড় গ্রামের সৈকত বড়ুয়ার মেয়ে শরনী বড়ুয়া (৫)।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা: শাহিন চৌধুরী  জানান, সড়ক দূর্ঘটনায় তিনজন আহত রোগীকে হাসপাতালে নিয়ে আসা হয়। এদের মধ্যে ছানোয়ারার অবস্থা গুরুত্বর হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আনোয়ারা  থানার ওসি দুলাল মাহমুদ বলেন, উপজেলার কালা বিবির দিঘির মোড়ে ট্রাক-সিএনজি সংঘর্ষে এক বৃদ্ধ নিহত ও শিশুসহ তিনজন আহত হয়েছে। পুলিশ হতাহতদের উদ্বার করেছে। গাড়ি দুটি জব্দ করা হয়েছে।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন