২৬ অক্টোবর ২০২৫

আনোয়ারায় ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিকে অভিযান

আনোয়ারা প্রতিনিধি  »


আনোয়ারায় যথাযথ স্বাস্থ্যসেবা মনিটরিং করার লক্ষ্যে ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় সাইনিং ডায়াগনস্টিক সেন্টার, দি ল্যাব এইড, ছায়াপথ ক্লিনিক, ও স্টার ল্যাবে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়।

বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) দুপুরে এই অভিযান পরিচালনা করা হয়। এসময় প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় স্টার ল্যাবকে ৫,০০০ টাকা জরিমানা করা হয়।

এছাড়া, প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় এবং স্বাস্থ্যহানির ঝুঁকি নিয়ে ক্লিনিক পরিচালনা করার কারণে ছায়াপথ ক্লিনিক এন্ড হসপিটালকে ২৫,০০০ টাকা জরিমানা করা হয় ও ঝুঁকিপূর্ণ সেবা প্রদান বন্ধ করার নির্দেশনা দেওয়া হয়।

অভিযানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি), আনোয়ারা এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.আবু জাহিদ মো. সাইফুদ্দিন।

উপজেলা সহকারী কমিশনার ভূমি তানভীর হাসান চৌধুরী বলেন, আমরা বেশ কয়েকটি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে অভিযান করেছি। বিভিন্ন অনিয়মের দায়ে দুটি প্রতিষ্ঠানকে জরিমানার পাশাপাশি সতর্কও করা হয়েছে।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন