২৭ অক্টোবর ২০২৫

আনোয়ারায় তানজীমে আহলে সুন্নাত ও হেফাজতের বিক্ষোভ মিছিল

আনোয়ারা প্রতিনিধি »

ফ্রান্স সরকারের পৃষ্ঠপোষকতায় মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে আনোয়ারায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।আনোয়ারা তানজীমে আহলে সুন্নাত ও হেফাজত ইসলাম আনোয়ারা শাখা এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করেন।

সোমবার (২নভেম্বর) বিকাল তিনটায় বিক্ষোভ মিছিল উপজেলার কালা বিবির দিঘীর মোড় থেকে শুরু হয়।পরে এটি চাতরী চৌমুহনী বাজারের ওয়ান মাবিয়া সিটি সেন্টার চত্বরে এসে থামে। সেখানে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ হয়।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা তানজীমে আহলে সুন্নাত ওয়াল জামায়াতের সভাপতি মাওলানা কাজী আকতার হোসাইন, সাধারণ সম্পাদক মাওলানা হাবীবুল্লাহ্ কাসেমী, সহ সভাপতি হাফেজ এজাজ, হাফেজ মাহবুব, উপদেষ্টা মাওলানা নুরুল হক, মাওলানা রেজাউল করিম, মুফতি নুরুল আলম, সাংগঠনিক সম্পাদক মাওলানা আবদুর রহিম, সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা তৈয়ব ও দক্ষিণ জেলা হেফাজত ইসলামের সাধারণ সম্পাদক মাওলানা আনিসুর রহমান প্রমুখ।

বক্তারা ফ্রান্সের সকল পণ্য বয়কটের আহবান করেন এবং মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর ব্যঙ্গচিত্র প্রদর্শন করায় ফ্রান্স সরকারের প্রতি তীব্র নিন্দা জানান এবং অবিলম্বে বিশ্বব্যাপী ক্ষমা চাওয়ার আহ্বান জানান।এছাড়াও এ ঘটনায় বাংলাদেশ সরকারকে রাষ্টীয়ভাবে নিন্দা জানানোর আহ্বান জানান।

একাধিক ইসলামী সংগঠনের ব্যানারে কয়েক হাজার মুসল্লী বিক্ষোভ সমাবেশে অংশ নেন।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ