৭ নভেম্বর ২০২৫

আনোয়ারায় তালা ভেঙে ২ বসতঘরে চুরি

আনোয়ারা প্রতিনিধি »

আনোয়ারায় তালা ভেঙে দুই বসতঘরে চুরির ঘটনা ঘটেছে।

বুধবার (২০ জুলাই) রাতে উপজেলার ৬নং বারখাইন ইউনিয়নের ঝিওরী গ্রামের সাবেক চেয়ারম্যান এ কে এম শাহজাহান চৌধুরীর ছোট ভাই ব্যবসায়ী মাহবুবুর রহমান বুলবুল ও বাংলাদেশ শিপিং কর্পোরেশনের কর্মকর্তা ক্যাপ্টেন মনির উদ্দীন মনসুরীর ঘরে চুরির ঘটনা ঘটে। খবর পেয়ে আনোয়ারা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছে।

ঘটনার বিষয়ে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মাহবুবুর রহমান বুলবুল জানান, বুধবার মধ্যরাতে চোরের দল ঘরের তালা ভেঙে প্রবেশ করে। এ সময় ঘরের আলমারীতে রক্ষিত দেড় ভরি স্বর্ণ ও নগদ ৮৫ হাজার টাকা চুরি করে নিয়ে যায়।

আরেক ক্ষতিগ্রস্ত বাংলাদেশ শিপিং কর্পোরেশনের কর্মকর্তা ক্যাপ্টেন মনির উদ্দীন মনসুরী জানান, গ্রামের বাড়িতে চুরির খবর পেয়ে দুপুরে এসে দেখতে পাই, দুস্কৃতকারীরা ঘরের তালা ভেঙে ঘরের ভেতরে প্রবেশ করে আলমারীর লকার ভাংচুর করে কিছু মালামাল নষ্ট করে। এ বিষয়ে থানা পুলিশকে জানানো হয়েছে।

এ ব্যাপারে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মির্জা মো. হাসান বলেন, ঝিওরী গ্রামে চুরির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ