২৫ অক্টোবর ২০২৫

আনোয়ারায় দেড় কোটি টাকার ইয়াবাসহ দুই জন গ্রেফতার

আনোয়ারা প্রতিনিধি»

আনোয়ারায় দেড় কোটি টাকার ইয়াবাসহ দুই ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৭।

শুক্রবার (২৯ অক্টোবর) সকাল ১০ টার দিকে পরুয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের স্বীকারোক্তি মতে ৫১ হাজার ৬২৫ পিচ ইয়াবা উদ্বার করা হয়। বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম র‍্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক নুরুল আবছার।

গ্রেফতারকৃতরা হলেন আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের উত্তর পরুয়াপাড়া এলাকার মৃত হাবিবুর রহমান ছেলে মোঃ জাফর (৬৫) ও মৃত সালেহ আহম্মদের ছেলে মোঃ আব্দুল করিম (৩৩)।

শনিবার (৩০ অক্টোবর) সকালে গ্রেফতারকৃতদের আনোয়ারা থানায় হস্তান্তর করা হয়।

র‍্যাব-৭ চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক নুরুল আবছার বলেন, মাদক পাচারকারীর একটি দল ইয়াবার একটি বড় চালান নিয়ে মায়ানমার হতে সাগর পথে স্পীড বোট যোগে আনোয়ারার দিকে আসছিল। এমন তথ্যের ভিত্তিতে র‌্যাব-৭ ওই এলাকায় গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। তারই প্রেক্ষিতে শুক্রবার সকালে অভিযান চালিয়ে দুই কারবারিসহ আনুমানিক ১ কোটি ৫৫ লাখ টাকা মূল্যের ৫১,৬২৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসবাদে গ্রেফতারকৃতরা মায়ানমার থেকে ইয়াবার চালান এনে দেশে বিভিন্ন অঞ্চলে পাচার করার কথা স্বীকার করে। তাদের দেয়া তথ্যমতে আনোয়ারায় বিভিন্ন ব্যবসার আড়ালে একটি সিন্ডিকেট এসব চালান সাগর পথে মায়ানমার থেকে আনোয়ারা আনেন বলে জানা গেছে।

বাংলাধারা/এফএস/এফএস

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ