আনোয়ারা প্রতিনিধি »
আনোয়ারায় উপজেলা পরিষদ, উপজেলা আওয়ালীগ, যুবলীগ, আনোয়ারা সরকারি কলেজ ছাত্রলীগ, বারশত, বরুমচাড়া, বৈরাগ ইউনিয়ন পরিষদসহ বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর ৭৫ তম জন্মদিন পালন করা হয়েছে।
এ উপলক্ষে আনোয়ারা উপজেলা পরিষদের পক্ষ থেকে কেক কাটা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জোবায়ের আহমদ, উপজেলা সহকারি কমিমিনার ভ’মি তানভীর হাসান চৌধুরীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে আনন্দ র্যালী বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একটি কমিউনিটি সেন্টারে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এম মান্নানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক এম এ মালেক, জাফর উদ্দিন চৌধুরী, ফজলুল কাদের চৌধুরী বাবুল, নোয়াব আলী, কলিম উদ্দিন, সুগ্রিব মজুমদার দোলন, ইয়াছিন হিরু, আনোয়ার হোসেন প্রমুখ।
সভা শেষে কেক কেটে জন্মদিন উদযাপন করা হয়। এছাড়া আনোয়ারার ১১ টি ইউনিয়নে সারাদেশের ন্যায় প্রতি ইউনিয়নে দেড় হাজার সাধারণ জনগণকে করোনা ভ্যাকসিন প্রদান করাহয়।
বারশত ইউনিয়নে করোনা ভ্যাকসিন গ্রহণকারীদের ফুল আর মিষ্টি দিয়ে শুভেচ্ছা জানান বারশত ইউপি চেয়ারম্যান এম এ কাইয়ুম শাহ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আবু জাহিদ মো. সাইফুদ্দিন,রাঙ্গাদিয়া ফুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহবুবুর রহমান প্রমুখ।
বিকালে বরুদচড়া ইউনিয়ন পরিষদে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন বরুমচড়া ইউপি চেয়ারম্যান শাহাদাত হোসেন চৌধুরী, ইউপি সদস্য হাবিবুর রহমান, দিদারুল ইসলাম, নারী ইউপি সদস্য জান্নাতুল ফেরদৌস কলি, রুবি আকতার প্রমুখ।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এম এ মান্নান বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার আজকে ৭৫ তম সফল একটি জন্মদিন জাতি পালন করেছে। সকল দেশী বিদেশী ষড়যন্ত্রকে পায়ে ঠেলে তিনি এগিয়ে চলেছেন। তাঁর সাহসী নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বের দরবারে একটি মর্যাদাশীল রাষ্ট্রে। দেশের জন্য,দেশের মানুষের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আরো অনেক বছর বেঁচে থাকতে হবে।
বাংলাধারা/এআই