আনোয়ারা প্রতিনিধি »
আনোয়ারা হাজীগাঁও ঝিওরি প্রাথমিক বিদ্যালয়ের দক্ষিণে বটতলী এলাকার একটি পুকুরের পাড়ে পাতা কুড়াতে গিয়ে ঝোপঝাড়ে অজ্ঞাত লাশ দেখতে পেয়ে আনোয়ারা থানা পুলিশকে খবর দেয় স্থানীয়রা।
আজ ১ মার্চ (সোমবার) সন্ধ্যায় এলাকাবাসীর কাছ থেক খবর পেয়ে সরেজমিনে ঘটনাস্থলে গেলে দেখা যায়, একটি পুকুর পাড়ে ঝোপে অর্ধগলিত একটি লাশ পড়ে আছে। লাশটির পচন ধরে দূর্গন্ধ সৃষ্টি হয়। লাশটির পরনে একটি সাদা গেঞ্জি ও লুঙ্গি ছিল। লাশের আনুমানিক বয়স ৩৫- ৪০ বছর।
এই বিষয় স্থানীয় একাধিক ব্যক্তির সাথে কথা বলে জানা যায়, লাশটি কোথাকার কারো জানা নেই। ধারণা করা হচ্ছে অন্য কোন জায়গা থেকে এনে দুই একদিন আগেই মেরে ফেলে রাখা হয়েছে।
এই বিষয়ে আনোয়ারা থানা ডিউটি অফিসার এস আই আউয়াল জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে।
বাংলাধারা/এফএস/এআই













