২৬ অক্টোবর ২০২৫

আনোয়ারায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

আনোয়ারা প্রতিনিধি  »

আনোয়ারা পুকুরের পানিতে ডুবে অতুল মহাজন (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১১ জুন) সকাল সাড়ে ১০ টায় চাতরী ইউনিয়নের কৈণপুরা গ্রামের মহাজন পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। অতুল স্থানীয় ওষুধ ব্যবসায়ী সুমন মহাজনের ছেলে।

জানা যায়, নিহত অতুল খেলতে গিয়ে বাড়ির সামনের পুকুরে পড়ে যায়। পরে সবাই খোঁজাখুজিঁ করে না পেয়ে পুকুরে তল্লাশি করে তাকে উদ্বার করে। প্রথমে আনোয়ারার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে তাকে চমেক হাসপাতালে প্রেরণ করেন। চমেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় ইউপি সদস্য নিতাই দাশ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, খবর পেয়ে আমি নিহত অতুলের বাড়িতে যাই। সকলের অগোচরে সে বাড়ির সামনের পুকুরের পানিতে পড়ে যায়।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন