২ নভেম্বর ২০২৫

আনোয়ারায় পুকুরে ‍ডুবে দুই ভাই-বোনের মৃত্যু

আনোয়ারা প্রতিনিধি »

চট্টগ্রামের আনোয়ারায় পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে তুষার মজুমদার (৮) ও তনুশ্রী মজুমদার (৬) নামে একই পরিবারের দুই ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

রবিবার (১১ সেপ্টেম্বর) দুপুর দেড়টায় সদর ইউনিয়নের আনোয়ারা থানার পাশে এ ঘটনা ঘটে। নিহত ভাই-বোন বারখাইন ইউনিয়নের পঞ্চ ফকিরের কালিবাড়ীর সিএনজি অটোরিকশা চালক শ্যামল মজুমদারের সন্তান। তারা আনোয়ারা থানার পাশে ভাড়া বাসায় থাকতেন।

জানা যায়,নিহত দুই ভাই-বোন আনোয়ারা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। তুষার মজুমদার দ্বিতীয় শ্রেণী ও তনুশ্রী মজুমদার শিশু শ্রেণীতে পড়ত। দুপুরে স্কুল ছুটির পর বাড়ি ফিরে পুকুরে গোসল করতে যায়। এসময় চাল ক্রয় করতে নিহতদের মা দোকানে যায়। নিহতদের মা দোকান থেকে ফিরে তাদের না পেয়ে অনেক খোঁজাখুঁজির পর পুকুর থেকে তাদের উদ্ধার করে।

পরে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. রেজুয়ানা আহমেদ তাদেরকে মৃত ঘোষণা করেন।

পানিতে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যুর খবর শুনে আনোয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী এস.এম জয়নাল আবেদীন গভীর শোক ও সমবেদনা জানান।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ