২৬ অক্টোবর ২০২৫

আনোয়ারায় পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু

বাংলাধারা প্রতিবেদন  »

চট্টগ্রামের আনোয়ারায় খেলতে গিয়ে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (০১ মার্চ) বিকেল ৫টার দিকে উপজেলার হাইলধর ইউনিয়নের দক্ষিণ ইছাখালী গ্রামে এ ঘটনা ঘটে। 

তারা সম্পর্কে ভাই-বোন। মৃত রিতু আকতার (৮) ও হামদান (২) ১০নং হাইলধর ইউনিয়নের দক্ষিণ ইছাখালী গ্রামের ওহিদুল আলম বুলবুলের সন্তান।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়ির পেছনের পুকুরের পাড়ে খেলায় মেতেছিল তারা। খেলতে গিয়ে হঠাৎ পুকুরে পড়ে যায় ছোটভাই হামদান। তাকে বাঁচাতে গিয়ে পুকুরে পড়ে যায় রিতু আকতারও। অনেক খোঁজাখুঁজির পর বিকেল পাঁচটার দিকে ছেলের মরদেহ ভাসতে দেখা যায়। পরে সন্ধ্যা ৭টার দিকে পাওয়া যায় মেয়ের মরদেহ।

আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক জানান, বিকেল ৫টার দিকে হাইলধর ইউনিয়ন থেকে পুকুরে ডুবে যাওয়া এক শিশুকে আনা হলে মৃত ঘোষণা করা হয়।

রাত ১০টায় জানাজা শেষে দাফন করা হয় ভাই বোনের মরদেহ।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন