আনোয়ারা প্রতিনিধি »
আনোয়ারায় পুকুরে ডুবে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (৮ ডিসেম্বর) দুপুর একটার দিকে উপজেলার বরুমচড়া ইউনিয়নের হাজী আবুল বশরের বাড়ীতে এ ঘটনা ঘটে।
নিহত শিশুর নাম ইকরা সুলতানা (৩)। সে উপজেলার বরুমচড়া ইউনিয়নের হাজী আবুল বশরের বাড়ীর প্রবাসী আনিসুল হকের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে উপজেলার বরুমচড়া ইউনিয়নের প্রবাসী আনিসুল হক তার মেয়েকে দাদীর কাছে দিয়ে চট্টগ্রাম শহরের উদ্দেশে বের হন। কিছুদূর গিয়ে শুনতে পান মেয়ে পুকুরে পড়েছে। পরে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত শিশুর পিতা আনিসুল হক বলেন, আমি টিকেট কিনতে শহরে যাওয়ার পথে শুনি মেয়ে পুকুরে পড়ে যায়। দ্রুত ঘরে এসে দেখি আমার মেয়ে আর বেঁচে নেই।













