আনোয়ারা প্রতিনিধি :::
আনোয়ারা উপজেরার বারশত ইউনিয়নে পূর্ব শত্রুতার জেরে হামলা ও বাড়িঘর ভাঙচুরের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।
২০ এপ্রিল ভুক্তভোগী পরিবারের মো. সাহাবুদ্দিন বাদী হয়ে থানায় ছয়জনকে আসামী করে অভিযোগ দায়ের করেন। এ ঘটনায় পুলিশ এজাহারনামীয় দুই আসামীকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হলেন, এজাহারনামীয় এক নম্বর আসামী মো. ইকবাল (২৫) ও দুই নম্বর আসামী মো. জামাল (৩০)। তারা উভয়ে বারশত ইউনিয়নের ইয়াছিন আলরি বাড়ীর মো. আনোয়ারের পুত্র।
২৩ এপ্রিল (শুক্রবার) দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
গত ২০ এপ্রিল সকালে পূর্ব শত্রুতার জেরে সাহাবুদ্দিনের পরিবারের উপর দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে হামলা ও বাড়িঘরে ভাঙচুর চালায়। এসময় নারীসহ ৪ জন আহত হন।
এামলার এজাহার সূত্রে জানা যায়, উপজেলার বারশত ইউনিয়নের কালীবাড়ী এলাকার মো. ইয়াছিনের বাড়ীর মো. সাহাবুদ্দিনের পাকা ঘরের দেয়াল নির্মাণের সময় বাধা দেন পাশ্ববর্তী মো. ইকবাল এবং তার ভাইয়েরা। তর্কাতর্কির এক পর্যায়ে সাহাবুদ্দিনদের উপর দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে হামলা করেন মো. জামালরা। এসময তাদের নির্মানাধীন পাকা ঘরের পিলার, পুরাতন ঘর ভাঙচুর করেন। দেশীয় অস্ত্রের আঘাতে সাহাবুদ্দিনের বড় ভাই নঈম উদ্দিন গুরুতর আহত হয়ে চমেক হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এছাড়া গ্রেপ্তারকৃতরা ভুক্তভোগী পরিবারের বেশ কয়েকজন নারীকেও মারধর করে আহত করেছেন বলে মামলার এজাহারে উল্লেখ করেছেন।
এ ব্যাপারে মামলার বাদী মো. সাহাবুদ্দিন বলেন, আমরা যেখানে ঘর করছি সেখানে তাদের কোনো জায়গা নেই। এটা আমাদের ক্রয় করা জায়গা। সম্পূর্ণ বেআইনীভাবে আমাদের পরিবোরের উপর হামলা চালিয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই আওলাদ হোসেন বলেন, বারশত ইউনিয়নের কালীবাড়ী এলাকায় প্রতিপক্ষের হামলার ঘটনায় মামলা রেকর্ড করা হয়েছে। এ ঘটনায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে। বাকী আসামীদেও গ্রেফতারের চেষ্টা চলছে।
বাংলাধারা/এফএস/এআই













