৮ ডিসেম্বর ২০২৫

আনোয়ারায় প্রতিপক্ষের উপর হামলা, আহত ৯

আনোয়ারা প্রতিনিধি  »

আনোয়ারায় দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে প্রতিপক্ষের উপর ও বসতঘরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।শুক্রবার (১ জানুয়ারি) ভোর ৪ টায় উপজেলার চাতরী ইউনিয়নের কৈনপুরা জলদাশপাড়ায় এ ঘটনা ঘটে। এতে হিমাংশু জলদাশের পরিবারের ৯ জন আহত হয়েছেন। এ ঘটনায় হিমাংসু জলদাশ বাদী হয়ে আনোয়ারা থানায় ১২ জনকে অভিযুক্ত করে লিখিত অভিযোগ দায়ের করেছেন। আহতদের আনোয়ারা স্বাস্থ্যকমপ্লেক্স্রে ভর্তি করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, আনোয়ারা উপজেলার চাতরী ইউনিয়নের কৈনপুরা জলদাশ পাড়ার হিমাংশু জলদাশ গং ও যদু জলদাশ গংদের মধ্যে ভিটেবাড়ি নিয়ে বিরোধ চলছিল। বিষয়টি নিয়ে হিমাংশু জলদাশ গংরা স্থানীয় সংসদ সদস্য ও ভূমিমন্ত্রীর নিকট গেলে তিনি বিষয়টি প্রথমে উপজেলা ভাইস চেয়ারম্যান মৃণাল ধরকে পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জোবায়ের আহমদকে মীমাংসা করার দায়িত্ব দেন। তাঁরা উভয় পক্ষের কাগজ-পত্র পর্যালোচনা করে এবং সরেজমিন পরিদর্শণ করে একটি নির্দেশনা প্রদান করে। এবং হিমাংশু জলদাশদের নিজ ভিটেতে ঘর নির্মাণ করতে বাঁধা না দিতে প্রতিপক্ষ যদু জলদাশদের মৌখিক নির্দেশ প্রদান করেন।

তারই ধারাবাহিকতায় গত ৩০ ডিসেম্বর হিমাংশু জলদাশরা তাদের ভিটেতে পাকা ঘর নির্মানের জন্য টিন আর কাঠ দিয়ে ঘেরাবেড়া দেয়। গত ১ জানুয়ারি ভোর চারটটায় যদু জলদাশ গংরা বহিরাগত লোকজন নিয়ে হিমাংশু জলদাশদের ঘেরাবেড়া ভাঙচুর ও লুটপাট করে নিয়ে যায়। এসময় শোর চিৎকার শুনে হিমাংশু জলদাশ ও তার পরিবারের লোকেরা ঘরের বের হলে ওঁৎপেতে থাকা সন্ত্রাসীরা লোহার রড, ছুরি ও লাঠিসোটা নিয়ে তাদের উপর হামলা চালায়।

এতে হিমাংশু জলদাশ ও তার পুত্রবধূসহ পরিবারের ৯সদস্য মারাত্নক আহত হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্বার করে হাসপাতালে প্রেরণ করে। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. মিলি বলেন, সকালে কৈনপুরা এলাকা থেকে ৯ জন আহত লোককে চিকিৎসা দিয়েছি। তাদের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে ফাটা ও জখম ছিল।

এ ব্যাপারে জানতে চাইলে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম দিদারুল ইসলাম সিকদার বলেন, কৈনপুরা এলাকায় হামলার ঘটনায় অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন