আনোয়ারা প্রতিনিধি »
আনোয়ারা উপজেলা চাতরী ইউনিয়নের কৈনপুরা গ্রামে প্রতিপক্ষের বিরুদ্ধে সীমানা প্রাচীর ভাংচুরের অভিযোগ উঠেছে।
রোববার (২৭ জুন) সকাল সাড়ে দশটার দিকে উপজেলার কৈনপুরা এলাকার গৌরাঙ্গ সাধুর বাড়ীতে এই ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, ঠাকুর দাশ (৭৩) কৈনপুরা এলাকার তাঁর পৈত্রিক সম্পত্তির বসত বাড়িতে সীমানা প্রাচীর করতে গেলে রাখাল দাশ ও তার ভাইয়েরা সীমানা প্রাচীর নির্মাণে বাধা দেন। এতে এলাকার পঞ্চায়েত সালিশী বৈঠকে বিষয়টি সামাধান হয় এবং উভয় পক্ষের সম্মতিতে ঠাকুর দাশ বাড়ির সীমানা প্রাচীরটি নির্মাণ কাজ শুরু করেন। কিন্তু রাখাল দাশ ও তার ভাইয়েরা রোববার সকালে হঠাৎ করে এসে সন্ত্রাসী কায়দায় রাখাল দাশের ভাই বাসু দাশ (৩০) ও বসু দাশ (২৮) সহ কয়েক এসে নির্মিত সীমানা প্রাচীরটি ভেঙ্গে দিয়ে যায়। এতে ঠাকুর দাশের ১ লক্ষ ৫০ হাজার টাকা ক্ষয়-ক্ষতি হয়েছে বলে উল্লেখ করা হয়েছে অভিযোগে।
এই বিষয়ে ঠাকুর দাশ বলেন, ‘আমি মুক্তিযুদ্ধের সময় এই এলাকার সবাইকে বুকে আখড়ে রেখেছি পাক-বাহিনিদের থেকে, অথচ আজ তাদের প্রতি-পুত্ররাই আমার মুক্তিযুদ্ধ নিয়ে গালিগালাজ করছে। এইসব বিষয় আমি থানাকে অবহিত করেছি। আমি একজন মুক্তিযুদ্ধা হিসেবে আশা রাখি থানায় বিষয়টি আমলে নিয়ে একটা সুষ্ঠু সামাধান দিবে।’
এবিষয়ে জানতে চাইলে অভিযুক্ত রাখাল দাশ (৪০) বলেন, ওখানে আমরা জায়গা পাব। তাই ভেঙ্গে দিয়েছি। থানায় আমরাও অভিযোগ করেছি।
এই প্রসঙ্গে আনোয়ারা থানার ওসি (তদন্ত) ওমর ফারুক বলেন, এই বিষয়ে আমরা উভয় পক্ষের অভিযোগ পেয়েছি। তবে এই জায়গাটির আদালতে মামলা রয়েছে। বিষয় আমরা তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেব।
বাংলাধারা/এফএস/এআই













