৩ নভেম্বর ২০২৫

আনোয়ারায় প্রবাসীর বিরুদ্ধে চলাচলের রাস্তা বন্ধ করার অভিযোগ

আনোয়ারা প্রতিনিধি  »

আনোয়ারা উপজেলার বটতলী এলাকায় এক প্রবাসীর বিরুদ্ধে গাছের গুড়ি ও বাঁশ ফেলে চলাচলের রাস্তা বন্ধ করে দিয়ে এক পরিবারকে হয়রানির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী মো. সাইদুল হক (মানু ) উপজেলা নির্বাহী কর্মকর্তা ও স্থানীয় ইউপি চেয়ারম্যান বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে সাইদুল বলেন, ১৯৯৭ সালে দলিল মূলে নুর কাশেম প্রকাশ বাদশা মিয়া থেকে ৮ শতক জমি ক্রয় করি। এবং ওই জমিতে আমি বসত ঘর নির্মান করে ২০ বছর যাবৎ বসবাস করে আসছি। আমার বসত বাড়ির সামনে সার্বজনীন চলাচলের রাস্তাাটি আমিসহ আরো ২০-৩০ পরিবার ব্যবহার করে আসছি। একটি মাদ্রাসার ছাত্ররাও এই সড়ক দিয়ে চলাচল করেন। তাছাড়া রাস্তাটি বাদশা মিয়ার কাছ থেকে নেয়া আমার দলিলের চৌহদ্দিতে চলাচলেল রাস্তা হিসেবে উল্লেখ আছে। বিএস সিটেও সড়কটি স্পষ্টভাবে উল্লেখ রয়েছে।

কিন্তু বাদশা মিয়া মৃত্যুর পর তার ছেলে মো. ওসমান, মো. আক্তার, ও মৃত আজিজুর রহমানের ছেলে মো. জাফর ও মো. শফিক চলাচলের রস্তাাটি তাদের ব্যক্তি মালিকানার দাবী করে। সেটার বিনিময়ে আমার পাকা বাড়ি ভেঙ্গে পিছনের তাদের জমিতে চলাচল করতে রাস্তা দাবীও করে। আমি তাদের প্রস্তাবে রাজি না হলে আমার বাড়ির প্রবেশ পথে গাছের গুড়ি ও বাঁশ দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এসব ঘটনা আমি স্থানীয় চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দিয়েছি।

এ ব্যাপারে অভিযুক্ত ওসমান গনি বলেন, সাইদুল হকের কাছে আমার বাবা জায়গাটি বিক্রি করে। তার বাড়ির পেছনে আমার একটি জমি রয়েছে। সেখানে কিছু ভাড়ার ঘর নির্মাণের কথা ভাবছি। এজন্য সাইদুলের কাছ থেকে তার ঘরের দেয়াল ভেঙ্গে রাস্তা চেয়েছি। কিন্তু সাইদুল রাজি না হয়ে মোটা অংকের টাকা দাবী করে। এজন্য আমরা আমাদের জায়গাটিতে গাছের গুড়ি ফেলে রেখেছি।

এই বিষয়ে আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জুবায়ের আহমেদ বলেন, এই বিষয়ে একটা অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা গ্রহন করা হবে।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন