৭ নভেম্বর ২০২৫

আনোয়ারায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

আনোয়ারা প্রতিনিধি »

আনোয়ারায় বৃহস্পতিবার দুপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের প্রাথমিক বিদ্যালয়ের ইউনিয়ন পর্যায়ের ফাইনাল খেলা বরুমচড়া ছমদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় বরুমচড়া ছমদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় একাদশ ৪-০ গোলে উত্তর বরুমচড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। আর বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় পশ্চিম বরুমচড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় একাদশ ১-০ গোলে উত্তর বরুমচড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় একাদশকে পরাজিত করে জয়লাভ করে।

টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি প্রধান শিক্ষক হায়াতুন্নেছা ‘র সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেন বরুমচড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শামশুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন, আনোয়ারা প্রেস ক্লাবের সভাপতি এম.নুরুল ইসলাম,বরুমচড়া ছমদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদ’র সহ সভাপতি শামীম আহসান আহমেদ চৌধুরী, ইউপি সদস্য শহী আহমদ চৌধুরী, সাইফুল ইসলাম খোকন,আবু জাফর চৌধুরী মিজান,মো. ইউচুপ ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক আবুল মনছুর, হাফিজা ইব্রাহীম, আবুল কাশেম,মামুনুর রশীদ, নাছির উদ্দীন,জাহেদা বেগম, জানে আলম,সহকারী মো.শহীদ,মো.পারভেজ প্রমূখ।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ