৮ ডিসেম্বর ২০২৫

আনোয়ারায় বরুমচড়া ইউনিয়ন ওয়ার্ড আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

আনোয়ারা প্রতিনিধি»

আনোয়ারা উপজেলার বরুমচড়া ইউনিয়নে ওয়ার্ড আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৬ নভেম্বর) বিকালে উপজেলার বরুমচড়া রাস্তার মাথা এলাকায় ২ ও ৩নং ওয়ার্ডের এই সম্মেলনের আয়োজন করেন বরুমচড়া ইউনিয়ন আওয়ামীলীগ। শুরুতে পায়রা উড়িয়ে এবং জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।

বরুমচড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জসিম উদ্দিন আমজাদীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান সেলিমের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক এম এ মান্নান চৌধুরী, প্রধান বক্তা ছিলেন সাধারণ সম্পাদক এম এ মালেক, বিশেষ অতিথি ছিলেন সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দীন, বরুমচড়া ইউপি চেয়ারম্যান শাহাদাত হোসেন চৌধুরী, আওয়ামীলীগ নেতা আবদুল আলীম, সাহাব উদ্দিন হেলাল, নুরুল ইসলাম সাওদাগর, নুরুল আবছার তালুকদার, আলী আকবর, আজাদ সিকদার,রিয়াজ আহমদ চৌধুরী ও শাহজাহান আলম টিপু প্রমুখ।

বরুমচড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জসিম উদ্দিন আমজাদী বলেন, ভূমিমন্ত্রী আলহাজ¦ সাইফুজ্জামান চৌধুরী জাবেদের নির্দেশে দলকে সুসংগঠিত করতে বরুমচড়ার প্রতিটি ওয়ার্ডে সম্মেলনের মাধ্যমে কমিটি গঠণের উদ্যোগ নিয়েছি। এই সম্মেলন তৃণমূল পর্যায়ে আওয়ামীলীগকে আরো শক্তিশালী করবে।

প্রধান অতিথি উপজেলা আওযামীলীগের সভাপতি অধ্যাপক এম এ মান্নান চৌধুরী বলেন, আওয়ামীলীগ একটি ঐতিহ্যবাহী সংগঠণ। দেশের যেকোনো প্রয়োজনে এই সংগঠণের নেতাকর্মীরা জীবনবাজি রেখে কাজ করেছে। আর এসব কাজ সম্ভব হয়েছে শক্তিশালী সাংগঠনিক ভিত্তির কারণে। আজকে আনোয়ারার অভিবাবক ভূমিমন্ত্রীর নির্দেশে আমরা ৯৯ টি ওয়ার্ডের সম্মেলনের উদ্যোগ নিয়েছি। এই সম্মেলনের ফলে নেতাকর্মীরা উজ্জীবিত হয়ে আগামীতে দলের যে কোনো প্রয়োজনে স্বতস্ফূর্তভাবে এগিয়ে আসবে।

বাংলাধারা/এফএস/এফএস

আরও পড়ুন