আনোয়ারা প্রতিনিধি »
চট্টগ্রামের আনোয়ারায় সিএনজি অটোরিকশা ও বাসের মুখোমুখি সংঘর্ষে শাকিলা আক্তার (২৫) নামের এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় নিহত নারীর ৮ বছরের এক শিশুপুত্র আহত হয়েছে।
মঙ্গলবার (১৮ অক্টোবর) সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার সরকার হাট আল-আমিন কমিউনিটি সেন্টার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত অটোরিকশার যাত্রী শাকিলা আক্তার (২৫) বারশত ইউনিয়নের গোবাদিয়া গ্রামের হাজী বদিউল আলম বাড়ির মোস্তফা কামালের স্ত্রী।
ঘটনার পরপরই পথচরীরা তাকে উদ্ধার করে প্রথমে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে চমেক হাসপাতালে নেয়ার পথে মারা যান।
নিহতের স্বজনরা জানান, শাকিলা তার একমাত্র শিশু সন্তানকে নিয়ে বাঁশখালী উপজেলা সদরে ডাক্তার দেখাতে যাওয়ার পথে এ দুর্ঘটনার শিকার হয়েছেন।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর্জা হাছান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুঘটনা কবলিত বাস ও সিএনজি অটোরিকশাটি জব্দ করা হয়েছে। এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।













