১৬ ডিসেম্বর ২০২৫

আনোয়ারায় বিদেশি মদসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

আনোয়ারা প্রতিনিধি

আনোয়ারায় বিদেশী মদসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২৯ মার্চ) রাতে বটতলী ইউনিয়নের হলুদিয়া পাড়ার দক্ষিণ পাশে ফকির আলমের বাড়ির পশ্চিম পাশে পাকা রাস্তার উপর থেকে মাদক ব্যবসায়ী ফজল করিমকে (৩২) গ্রেপ্তার করা হয়। সে রায়পুর ইউনিয়নের খোদ্দ গহিরার হাদিয়া বর বাড়ীর মৃত গোলাম নবীর পুত্র।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রাঙ্গাদিয়া পুলিশ ফাড়ির এস আই আরিফুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় রাস্তায় ফজল করিমমের গতিবিধি সন্দেহ হলে তাকে আটক করে পুলিশ। এসময় তার কাছ থেকে ১৫ বোতল বিদেশী মদ উদ্বার করা হয়।

আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম দিদারুল ইসলাম সিকদার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আরিফুল ইসলামকে বিদেশী মদসহ আরিফুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।

বাংলাধারা/এফএস/এআই

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ