২৫ অক্টোবর ২০২৫

আনোয়ারায় বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু

আনোয়ারা প্রতিনিধি »

আনোয়ারায় নির্মাণাধীন ভবনে কাজ করার সময় ৩৩ হজার ভোল্টের বিদ্যুৎ লাইনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহাম্মদ ইমরান উদ্দীন (৫০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

বুধবার (১৯ জানুয়ারি) সকালে উপজেলার বৈরাগ ইউনিয়নের বন্দর সেন্টার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইমরান নোয়াখালী হাতিয়া থানার মৃত রবিউল হকের পুত্র।

খবর পেয়ে আনোয়ারা ফায়ার সার্ভিস স্টেশনের একটি দল লাশ উদ্ধার করে। লাশটি কর্ণফুলী থানা পুলিশের হেফাজতে রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৈরাগ ইউনিয়নের বন্দর সেন্টার এলাকায় ইউনিয়ন পরিষদের পাশে আরব খাঁন মার্কেটে ছাদের সেন্টারিংয়ের কাজ করার সময় পাশের বিদ্যুতের মেইন তারে লাগে। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয় ওই শ্রমিক। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস।

বন্দর পুলিশ ফাঁড়ির উপ-সহকারী পরিদর্শক আব্দুল ওয়াহাব জানান, ঘটনার খবর পেয়ে দ্রুত আমরা ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের সহযোগিতায় লাশ উদ্ধার করি। নিহতের স্বজনদের খবর দেওয়া হয়েছে।

কর্ণফুলী থানার অফিসার ইনচার্জ দুলাল মাহমুদ বলেন, বিদ্যুৎস্পৃষ্ট ওই শ্রমিকের লাশ পুলিশের হেফাজতে আছে। নিহতের অভিবাবকরা চাইলে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আরও পড়ুন