১৬ ডিসেম্বর ২০২৫

আনোয়ারায় ব্যবসায়ীর উপর হামলার ঘটনায় মামলা, বাদীকে হুমকি

আনোয়ারা প্রতিনিধি  »

আনোয়ারা উপজেলায় ব্যবসায়ীর উপর হামলা,ভাঙচুর ও লুটপাটের ঘটনায় অবশেষে থানায় মামলা রেকর্ড করা হয়েছে। গত ২২ জুলাই বর্বরোচিত হামলার ঘটনায় আহত মো. সেকান্দর বাদী হয়ে ঐদিন আনোয়ারা থানায় ৯ জনকে আসামী করে অভিযোগ দায়ের করেন। পরে গত ২৬ তারিখ অভিযোগটি মামলা হিসেবে রেকর্ড করা হয়। পুলিশ আসামীগের গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে।

মামলার আসামীরা হলেন, ছৈয়দ আমিন (৪০),সেলিম শরীফ (৫২), মো, কাউছার (৩৬), রাশেদ শরীফ (২৫), হাসান আমীন (২২), রায়হান শরীফ (৩২), শাহজাহান শরীফ লুলু (৩০), নূর শরীফ (৩৬), আশরাফ নূর (১৮)। হামলায় আহতরা হলেন মামলার বাদী মো. সেকান্দর ও তার ভাই ব্যবসায়ী মো. বেলাল। হামলাকারীরা এসময় দোকানপাট ভাঙচুর ও লুটপাট করেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

জানা যায়, আনোয়ারা উপজেলার বখতিয়ারপাড়া পশ্চিমচাল এলাকার মৃত হাজী ওমর আলীর দুই ছেলে মো. সেকান্দর ও মো. বেলাল একটি মুদির দোকান করে সংসার চালান। ছোটভাই সেকান্দর ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত। সেকান্দর দোকানের সামনে একটি শোক ব্যানার উত্তোলন করেন। ঘটনার কয়েকদিন আগে হামলাকারীরা ব্যানারটি ছিড়ে পুড়ে ফেলে। সেকান্দর এ ঘটনার প্রতিবাদ করলে হামলাকারীরা তাকে দেখে নেয়ার হুমকি দেয়। এছাড়া হামলাকারীদের সাথে বাদীর পরিবারিক বিরোধও রয়েছে। গত ২২ জুলাই দুপুরে সেকান্দর আর তার বড় ভাই প্রতিদেনের ন্যায় দোকানে বসা ছিলেন। এমন সময় অতর্কিত ভাবে ১০-১৫ জনের একটি দল দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে দুই ভাইয়ের উপর হামলা চালায়। এসময় সেকান্দরের মাথায় রড দিয়ে আঘাত করলে সে দৌড়ে গিয়ে একটি বিল্ডিংয়ের নিচে আশ্রয় নেয়। সেখানে গিয়ে চারজন মিলে লোহার রড ও লাঠি দিয়ে বেধরক মারধর করে তাকে। এদিকে হামলাকারীদের আরেকটি দল তার বড় ভাইকে দোকানের ভেতর ছুরি দিয়ে মাথায় আঘাত করলে সে মাটিতে পড়ে যায়। এ অবস্থায় তাকে হাতুরি দিয়ে বুকে , বাহুতে বেধরক মারধর করে। পরে স্থানীয়রা এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। আহতদের উদ্বার করে প্রথমে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্স্রে নিয়ে গেলে তাদেরকে চমেক হাসপাতালে প্রেরণ করেন।

এদিকে ঘটনার পর থেকে হামলাকারীরা মামলা তুলে নিতে বাদীকে বিভিন্নভাবে হুমকি ধমকি দিচ্ছে বলে জানা গেছে। এছাড়া প্রভাবশলীদের মাধ্যমে আপস-মীমাংসার জন্য বাদীর উপর চাপ সৃষ্টি করছে।

মামলার বাদী মো. সেকান্দর বলেন, ঘটনার দিন আমি ও আমার বড় ভাই দোকানে বসা ছিলাম। কিছু বুঝে উঠার আগে হামলাকারীরা লাঠিসোটা ,ছুরি, লোহার রড নিয়ে আমাদের উপর হামলা করে আহত করে। আশপাশের লোকজন এগিয়ে না আসলে তারা আমাদের মেরেই ফেলত।

আনোয়ারা থানার ওসি (তদন্ত) ছৈযদ ওমর বলেন, পশ্চিমচালে হামলার ঘটনায় একটি মামলা রেকর্ড করা হয়েছে। পুলিশ ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ