আনোয়ারা প্রতিনিধি »
আনোয়ারা উপজেলায় চাতরী চৌমুহনী বাজারে ভয়াবহ আগুনে ‘ভোজন বাড়ী’ রেস্টুরেন্টসহ ৮ দোকান পুড়ে গেছে। রোববার দিনগত রাত ১২টায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে প্রথমে আনোয়ারা ফায়ার সার্ভিস স্টেশনের দমকল কর্মীরা ঘটনাস্থলে এসে প্রায় এক ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। পরে আরও দুটি ফায়ার সার্ভিস স্টেশনের গাড়ি যোগ দেয়। আগুনে ভোজন বাড়ী রেস্টুরেন্ট ছাড়াও ফারুক ডিপার্টমেন্টাল স্টোর, একটি ঝাল বিতান, দুটি গোশত বিক্রির দোকানসহ ৮টি দোকান পুড়ে যায়।
এছাড়া এবি ব্যাংকের চাতরী শাখা, মার্কেন্টাইল ইন্সুরেন্স অফিস ও মাসুমা সাইকেল মার্টও আংশিক ক্ষতিগ্রস্ত হয়। তিন তলা বিশিষ্ট মার্কেটের নীচ তলার একটি ঝাল বিতানের গ্যাসের চুলা তেকে আগুনের সূত্রপাত বলে জানা গেছে। আগুনে প্রায় ২০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তাৎক্ষণিকভাবে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
প্রত্যক্ষদর্শী এবং মার্কেটের জমিদার আজম খান জানান, ভোজন বাড়ী রেস্টুরেন্টের নীচের ঝাল বিতানের গ্যাসের সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনে মুরগির দোকানের এক ছেলে পানি ছিটিয়ে দেয়ার পর চারদিকে ছড়িয়ে পড়ে দাউ দাউ করে সবকিছু পুড়ে যায়।
আনোয়ারা থানার ওসি মর্জিা মো. হাছান জানান, চাতরী চৌমুহনী বাজারে অগ্নিকাণ্ডে ভোজন বাড়ীসহ বেশ কয়েকটি দোকানে আগুন লাগে। ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট আগুন নিভাতে কাজ করছে। পুলিশও ঘটনাস্থলে থেকে আগুন নেভাতে সহযোগিতা করছে।













