আনোয়ারা প্রতিনিধি »
আনোয়ারা উপজেলায় দুই মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশে দিল স্থানীয় জনতা। মঙ্গলবার (১০ আগষ্ট) সকালে উপজেলার চাতরী ইউনিয়নের কৈনপুরা গ্রামের নাথপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আটক মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক বিক্রি করে পরিবেশ নষ্ট করে আসছিল। এতে ধ্বংসের পথে যাচ্ছে যুবসমাজ। খবর পেয়ে পুলিশ জনতার হাত থেকে তাদেরকে উদ্বার করে থানায় নিয়ে যায়। পরে তাদেরকে মাদক আইনে মামলা দিয়ে জেলহাজতে প্রেরণ করেন। আটককৃতরা হলেন নেপাল দেবনাথ (৩৫) ও মিশন কান্তি নাথ (৩২)।
জানা যায়, উপজেলার চাতরী ইউনিয়নের কৈনপুরা গ্রামে হাত বাড়ালেই পাওয়া যাচ্ছে মদ। মাদকের কারণে ধ্বংসের দিকে যাচ্ছে যুবসমাজ। প্রতিদিন নানা বয়সী লোকজন মদ খেয়ে রাস্তায় মাতলামিসহ নানা কর্মকান্ড করে যাচ্ছে। অনেকে আবার মদের টাকা যোগাড় করতে নেমে পড়ছে চুরি, ছিনতাইসহ নানা অপরাধে। এতে করে নষ্ট হচ্ছে এলাকার পরিবেশ। এলকার সচেতন মহল বেশ কিছুদিন থেকে এসব মদ কেনাবেচা বন্ধে চেষ্টা চালিয়ে আসছেন। আটক দুই মদ ব্যবসায়ীকে ধরার জন্য একদিন আগে থেকে পাহারা দেয় এলাকার জনসাধারণ। তারা থানায় এই দুই যুবকের বিরুদ্ধে থানায় একটি অভিযোগও দায়ের করেছেন বলে জানা যায়।
রাতভর পাহারা দেয়ার পর সকালে মদভর্তি সিএনজিসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করতে সক্ষম হয়। পরে তাদেরকে উত্তম মাধ্যম দিয়ে পুলিশে খবর দিলে পুলিশ এসে তাদেরকে থানায় নিয়ে যায়।
স্থানীয় বাপন নাথ বলেন, আমারা এলাকাবাসী এসব মাদক ব্যবসায়ীদের কারণে দীর্ঘদিন ধরে অতিষ্ট। তারা এলাকার পরিবেশ ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। তাই আমরা এলাকার সচেতন মানুষ মিলে তাদেরকে আটক করে পুলিশের হাতে তুলে দেই।
স্থানীয় ইউপি সদস্য নিতাই চন্দ্র দে বলেন, আমরা অনেক দিন থেকে তাদেরকে বাধা দিয়ে আসছি। পুলিশকে বলেছি। আজকে এলাকার যুব সমাজ একত্রিত হয়ে তাদেরকে আটক করায় এলাকার মানুষ সন্তোষ প্রকাশ করছে।
আনোয়ারা থানার ওসি তদন্ত সৈয়দ ওমর বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে তাদেরকে উদ্বার করে থানায় নিয়ে আসে। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে।
বাংলাধারা/এফএস/এআই













