আনোয়ারা প্রতিনিধি »
আনোয়ারার ছত্তারহাট ভিংরোল জামেয়াতুল উলুম মাদ্রাসার পরিচালকের রুমে গভীর রাতে আগুন দিল দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত তিনটায় এ ঘটনা ঘটে।
আগুনে সাড়ে তিন লক্ষ নগদ টাকাসহ প্রায় ১২ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
জানা যায়, আনোয়ারার পরৈকোড়া ইউনিয়নের ছত্তারহাট ভিংরোল জামেয়াতুল উলুম মাদ্রাসা ঈদ উপলক্ষে বন্ধ রয়েছে। গত মঙ্গলবার রাত তিনটায় কেয়ারটেকার মাওলানা আব্দুর রশিদ পোড়া গন্ধ পেয়ে রুম থেকে বের হয়ে দেখেন মাদ্রাসার পরিচালকের রুমে দাউ দাউ করে আগুন জ্বলছে। পরে তিনি গেটের দিকে দৌড়ে গিয়ে চিৎকার চেঁচামেচি করলে আশপাশের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। খবর পেয়ে আনোয়ারা ফায়ার সার্ভিসের লোকজনও উপস্থিত হয়। ততক্ষণে লেলিহান আগুনে নগদ টাকা, চেক বই,জমির দলিল, আলমারি খাট সোফাসহ সবকিছু পুড়ে ছাই হয়ে যায়।
মাদ্রাসার পরিচালক মাওলানা মো.ইলিয়াছ জানান, মাদ্রাসা কোরবানি উপলক্ষে বন্ধ ছিল।আমিও মাদ্রাসায় ছিলামনা। রাত তিনটায় কেয়ারটেকার আমাকে ফোন করে অগ্নিকাণ্ডের কথা জানায়।সকাল বেলা এসে দেখি সব পুড়ে ছাই হয়ে গেছে। এটা আমাকে টার্গেট করে করেছিল। মাদ্রাসায় না থাকায় আমি প্রাণে বাঁচতে পেরেছি।
আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মির্জা মোহাম্মদ হাছান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।