আনোয়ারা প্রতিনিধি »
আনোয়ারায় মিথ্যা মামলায় ফাঁসানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে মালঘর কাজী বাড়ির কাজী ইব্রাহিম ও তার পরিবারের সদস্যরা।
মঙ্গলবার (৫ জানুয়ারি) বিকালে চাতরী চৌমুহনী বাজারের একটি রেস্টুরেন্টে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে কাজী মো. সোলাইমান বলেন, তাদের প্রতিপক্ষ কামাল উদ্দিন ও তার সন্তানরা দীর্ঘদিন ধরে তাদের সাথে ভিটে-বাড়ি নিয়ে বিরোধ করে আসছে। সম্প্রতি একটি চলাচলের রাস্তা নিয়ে তাদের সাথে আমাদের বিরোধ সৃষ্টি হলে আমরা সেটি নিয়ে পটিয়া এবং চট্টগ্রাম ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করি। পটিয়ার মামলায় কামাল উদ্দিনদেরকে কারণ দর্শানোর নোটিশ ও চট্টগ্রাম ম্যাজিস্ট্রেট আদালত থেকে ১৪৫ ধারা জারি করে শান্তি শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ দেন। কিন্তু কামাল উদ্দিনের সন্তানরা আদালতের এসব নির্দেশনা না মেনে দিন-দুপুরে ৫০-৬০ জন বহিরাগত ও তাদের পরিবারের সদস্যদের নিয়ে লাঠি-সোটা ও দা-ছুরি নিয়ে বিরোধীয় জায়গায় জোরপূর্বক রাস্তা ও পাকা গেইট নির্মাণ করে।
তিনি আরও বলেন, এ ঘটনায় আমরা আনোয়ারা থানায় অভিযোগ দায়ের করি। পুলিশ তাদেরকে জোরপূর্বক নির্মিত গেইটটি সরিয়ে ফেলার জন্য বলে। কিন্তুু তারা তা না সরিয়ে গত ২৯ ডিসেম্বর একটি পরিকল্পিত, সাজানো ঘটনা ঘটিয়ে আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেন। মামলায় আমাদের স্কুল পড়ুয়া সন্তানদের আসামী করে। আমরা এসব মামলা, হামলা, ও জোর জুলুম থেকে থেকে বাঁচতে প্রশাসনসহ সকলের সহযোগিতা চাই।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, মো. ইব্রাহিম, মো. আসাদুজ্জামান, শাহাদত ওসমান,শওকত ওসমান, আবুল বশর, মো. সোলাইমান, মো. ইউচুপ, মো. ইমাম, মো. মিনহাজ, মো. জয়নাল প্রমুখ।
উল্লেখ্য, গত ২৮ ডিসেম্বর মালঘর কাজী বাড়ির মো. মোরশেদদের বাড়িতে মধ্যরাতে একদল বহিরাগত লোক হামলা করে তাদের নতুন নির্মিত গেইট ও সীমানা প্রাচীর ভাঙচুর করে মর্মে আনোয়ারা থানায় কাজী ইব্রাহিম ও তার পুত্রদের আসামী করে মামলা দায়ের করেন।
বাংলাধারা/এফএস/এআর













