আনোয়ারা প্রতিনিধি »
আনোয়ারা উপজেলার বরুমচড়া গ্রামের মুক্তিযোদ্ধা আবদুছ সালাম ও তাঁর পরিবারের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা।
বুধবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা সদরে এ সংবাদ সম্মেলন করেন তারা। এতে লিখিত বক্তব্য পাঠ করেন মুক্তিযোদ্ধা আবদুস সালাম (৮০)।
লিখিত বক্তব্যে তিনি বলেন, জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে গত সোমবার রাতে এলাকার স্থানীয় সন্ত্রাসী নুরুল আমিন ও তার পোষ্যরা আমার বসত ঘরে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর, লুটপাট করে। এ সময় বাঁধা দিতে গিয়ে আমার স্ত্রী ও পুত্রবধুর শ্লীলতাহানিসহ আহত হয়। এরপর থেকে সন্ত্রাসীরা আমাদেরকে হত্যা, গুমসহ বিভিন্ন ধরনের হুমকি দেয়। এ ঘটনায় গত মঙ্গলবার আবদুস সালাম বাদি হয়ে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ৪ জনকে আসামি করে মামলা দায়ের করেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আবদুস সালামের ছেলে মো.রাসেল, মো. হেলাল, মো. বেলাল, মো.মিনহাজসহ পরিবারের সদস্যরা।
বাংলাধারা/এআই