২৯ অক্টোবর ২০২৫

আনোয়ারায় মৎস্য অফিসের অভিযান : জেলি ও রঙ মিশ্রিত মাছ জব্দ

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি »

বাংলাধারায় সংবাদ প্রকাশের পর আনোয়ারার মৎস্য আড়তসহ বিভিন্ন বাজারে অভিযান চালিয়েছে উপজেলা মৎস্য অফিস।

সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ রাশিদুল হকের নেতৃত্বে বৃহস্পতিবার (৪ মার্চ) সকাল ৭টার সময় কালাবিবি দিঘির এবিসি মৎস আড়তের সামনে অভিযান চালিয়ে ১’শ ২০ কেজি জেলি মিশ্রিত গলদা চিংড়ি, দুপুর ১২টার দিকে চাতরী চৌমুহনী বাজারে বাগদা চিংড়ি ৫ কেজি ও রঙ মিশ্রিত পোয়া মাছ ১৫ কেজি জব্দ করা হয়৷

আনোয়ারা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ রাশিদুল হক জানান, কিছু অসাধু ব্যবসায়ী বিভিন্ন জাতের সামুদ্রিক মাছে বিষাক্ত রঙ মিশিয়ে বাজারে বিক্রি করছে। এমন খবর বাংলাধারাসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখে উপজেলার বাজারে অভিযান চালানো হয়। এসময় জেলি ও রঙ মিশ্রিত মাছ জব্দ করে মাটিতে পুঁতে ফেলা হয়েছে। অভিযান চলাকালীন অসাধু ব্যবসায়ীরা পালিয়ে যাওয়ায় আটক বা জরিমানা করা হয়নি।

তিনি আরও বলেন, জেলি ও রঙ মিশ্রিত মাছ মানবদেহের জন্য ক্ষতিকর। যারা এসব কাজে জড়িত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য, আনোয়ারায় সমুদ্রে ধরা পড়া বিভিন্ন মাছে বিষাক্ত রঙ মেশাচ্ছে কিছু অসাধু ব্যবসায়ীরা। আর এসব রঙ মেশানো সামুদ্রিক নানা প্রজাতির মাছ বিক্রির জন্য নেওয়া হচ্ছে হাটবাজারে। মাছকে সতেজ রাখতে এ রঙ মেশানো হচ্ছে বলে জানা যায়। মাছে এ ধরণের রং বা ক্ষতিকর দ্রব্য মেশানো দন্ডনীয় অপরাধ।

বাংলাধারা/এফএস/এআই

আরও পড়ুন